ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:১০, ১৭ এপ্রিল ২০১৮

নরসিংদীতে গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ চাঞ্চল্যকর গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদ- একই সঙ্গে প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে অর্থদ- ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী আদালতে এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের টকি মাহমুদের ছেলে আনোয়ার হোসেন, আব্দুল আউয়ালের ছেলে মোশারফ হোসেন, ওমর আলীর ছেলে ফিরোজ মিয়া, আব্দুল আউয়ালের ছেলে জুলহাস মিয়া, আমজাত আলীর ছেলে আকবর আলী ও আঃ গনি মিয়ার ছেলে সুন্দর আলী। আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি পাঁচদোনা বাজার হতে ওষুধ নিয়ে বাড়ি যাবার পথে নিঁেখাজ হয় নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের সাহাজউদ্দিনের পুত্র গোলাপ হোসেন (৩০)। নিখোজের ৩দিন পর পাঁচদোনা ব্রহ্মপুত্র নদের তীরে এক ব্যক্তির কাটা হাতের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। এর পাশে কাদামাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশের কিছু অংশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাশের মাথাসহ ১০ টি টুকরা উদ্ধার করে। পরে নিহত গোলাপের বাড়ির লোকজন তার লাশ শনাক্ত করে।
×