ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাস্তার মাটি কেটেই রাস্তা সংস্কার ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৭:১০, ১৭ এপ্রিল ২০১৮

রাস্তার মাটি কেটেই রাস্তা সংস্কার ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাস্তার মাটি কেটে রাস্তা সংস্কারের মাধ্যমে দুই গ্রামের প্রায় ২০ হাজার জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের অবহেলিত গ্রাম হিসেবে পরিচিত কটকস্থল ও বাউরগাতি গ্রামের মধ্যকার কাঁচা সড়কের। সূত্র মতে, বর্তমান সরকারের সময়ে সারাদেশের সঙ্গে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে গেলেও ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া মুক্তিযোদ্ধার গ্রাম হিসেবে পরিচিত কটকস্থল ও বাউরগাতি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলরত একমাত্র কাঁচা সড়কটি দেড়যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কটি পাকাকরণের জন্য দীর্ঘদিন পূর্বে স্থানীয় এমপির কাছে আবেদন করেছিলেন মুক্তিযোদ্ধার সন্তান কাজী আল-আমিন। আবেদনের প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলীকে নির্দেশ দেন। জানা গেছে, এমপির নির্দেশের পরও অদ্যাবধি সড়কটিতে কোন উন্নয়ন তো হয়নি বরং সড়কের মধ্যকার একমাত্র ব্রিজটি কয়েকমাস পূর্বে ভেঙ্গে পড়লেও সেটি সংস্কার পর্যন্ত করা হয়নি। ফলে ওই এলাকার জনসাধারণ থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা বলেন, ৪০দিনের কর্মসূচীর মাধ্যমে জনগুরুপূর্ণ ওই সড়কটি সংস্কারের জন্য সংরক্ষিত ইউপি সদস্য শিল্পী বেগমকে দায়িত্ব দেয়া হয়েছিল। সেখানে রাস্তার মাটি কেটে রাস্তা সংস্কারের মাধ্যমে জনসাধারণের চলাচলের অনুপযোগী করার বিষয়টি আমার জানা নেই। স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ৪০দিনের কর্মসূচীর কাজ একদিনেই নামমাত্র কাজ করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলে সমাপ্ত করেছেন ইউপি সদস্য শিল্পী বেগমের স্বামী জাকির সিকদার। ভুক্তভোগীরা জরুরী ভিত্তিতে দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ওই রাস্তাটি কার্পেটিং করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×