ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গার ওয়াশিং মেশিন মাত্র ৯,৯৯০ টাকায়

প্রকাশিত: ০৭:০৬, ১৭ এপ্রিল ২০১৮

সিঙ্গার ওয়াশিং মেশিন মাত্র ৯,৯৯০ টাকায়

সিঙ্গার ওয়াশিং মেশিনে চলছে ৭ দিনের ঝড়ো অফার (১৭ থেকে ২৩ এপ্রিল ২০১৮ পর্যন্ত)। এই সাত দিন সিঙ্গারের সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন পাওয়া যাবে মাত্র ৯,৯৯০ টাকায়। ৮.২ কেজি এই ওয়াশিং মেশিনটির মূল দাম ১৩,৫০০ টাকা। ‘সিঙ্গার ওয়াশিং মেশিন ৭ দিনের ঝড়ো অফার’-এর আওতায় ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে সিঙ্গারের যেকোন আউটলেট থেকে ওয়াশিং মেশিন কিনলেই ক্রেতা পাবেন সাতদিনের ফ্রি ট্রায়াল। অর্থাৎ, ক্রেতা পণ্য কিনে সাতদিন পর্যন্ত ব্যবহার করে দেখতে পারবেন। পণ্য পছন্দ না হলে ফিরিয়ে দিয়ে পরিশোধিত সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন। পাশাপাশি সিঙ্গার থেকে নগদ কিংবা কিস্তিতেও ওয়াশিং মেশিন কেনা যাবে। সিঙ্গার দিচ্ছে মাত্র ২০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে পণ্যটি ক্রয় করার সুয়োগ, ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট এবং ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা।-বিজ্ঞপ্তি বরিশালে বৈশাখী হালখাতায় দেড় কোটি টাকা আদায় স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১৪২৫ বাংলা বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসব ও বকেয়া রাজস্ব আদায়ে হালখাতা আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল প্রধান কার্যালয়ের ১০টি সার্কেলসহ বিভাগের অপর পাঁচ জেলার কর সার্কেল কার্যালয়। হালখাতার মাধ্যমে তিন শতাধিক বকেয়া করদাতাদের কাছ থেকে রাজস্ব কর আদায় করা হয়েছে এক কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সর্বাধিক রাজস্ব কর এসেছে উপ-কর কমিশনার আবুল কালাম আজাদের তত্ত্বাবধায়নের থাকা সার্কেল (২) থেকে। সেখান থেকে ৪৪ লাখ ৯০ হাজার ৫১৭ টাকা বকেয়া কর আদায় করা হয়েছে। উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, তারা এবার কর অঞ্চল কার্যালয় লাচিন ভবনে প্রতি বছরের ন্যায় এবারও করদাতাদের জন্য আয়োজন করেছিলেন রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসব। রবিবার সকালে ফিতা কেটে হালখাতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল কর অঞ্চলের প্রধান মোঃ মকবুল হোসেন পাইক। শ্রমিক কল্যাণ তহবিলে বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৫ লাখ টাকা দান অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৪৫ লাখ টাকার চেক জমা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
×