ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমছে ৩০ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৭:০৬, ১৭ এপ্রিল ২০১৮

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমছে ৩০ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। অর্থবছরের প্রথম নয় মাসে ২৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি থাকায় লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার রাজধানীর সেগুনবাগিচার বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ বেশি ধরা হয়েছিল। তবে আমরা যে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করব অর্থবছর শেষে তা পূরণ হবে। উল্লেখ্য, চলতি অর্থবছরে (২০১৭-১৮) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪৫ হাজার ১৯০ কোটি টাকা। ৯ মাসে আদায় হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩১১ কোটি টাকা। সে হিসেবে বাকি ৩ মাসে ১ লাখ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করতে হবে এনবিআরকে। যা প্রায় অসম্ভব। এ কারণেই সংশোধিত বাজেটে এ লক্ষ্যমাত্রা কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ বেশি ধরা হয়েছিল। এটি অর্জন করা সম্ভব হবে না। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আগের চেয়ে ২৫-৩০ হাজার কোটি টাকা কমবে।’ এলটিইউ কমিশনার অপূর্ব কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব হালখাতায় ৪০৩ কোটি ১৬ লাখ টাকার বকেয়া আয়কর আদায় হয়েছে। ভ্যাটের হিসাবটি এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি প্রায় ৩০০ কোটি টাকা হতে পারে। আর কাস্টমসে তা ২০০ থেকে ৩০০ কোটি টাকা হবে।’
×