ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলোয়াড় তৈরির কারিগর খোকাভাই আর নেই

প্রকাশিত: ০৬:৩০, ১৭ এপ্রিল ২০১৮

খেলোয়াড় তৈরির কারিগর খোকাভাই আর নেই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে খেলোয়াড় তৈরির কারিগর বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরল ইসলাম খোকা (৭০) আর নেই। সোমবার ভোর রাতে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমার, জীবদ্দশায় নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে বিভিন্ন প্রজন্মের অসংখ্য ফুটবল খেলোয়াড় তৈরি করে গেছেন। তার দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত অনেক খেলোয়াড় বর্তমানে বিকেএসপিসহ রাজধানীর বিভিন্ন ক্লাবে খেলছে। তিনি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নিবেদিতপ্রাণ ছিলেন। সোমবার বাদ যোহর তার জানাজা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুন্সিপাড়া গোরস্তানে দাফন করা করা হয়। এতে পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, খেলোয়াড়, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিকেএসপিতে ১ যুগ পর আন্তর্জাতিক হকি স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের দুটি ও বাংলাদেশের তিনটি দল নিয়ে বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি সর্বশেষ হয়েছিল ২০০৫ সালে। এরপর এক যুগ পর আগামী জুনে আবার বসছে অ-১৭ এই টুর্নামেন্টটি। এবার টুর্নামেন্টে বিদেশী দলও বাড়ছে। মে মাসেই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনে লীগের কারণে এ টুর্নামেন্ট পিছিয়ে দিতে অনুরোধ করে। এখন নতুন তারিখ অনুযায়ী ঈদের পর হবে টুর্নামেন্টটি। তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। বিকেএসপির দুটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ হকি ফেডারেশনকেও একটি দল টুর্নামেন্টে খেলানোর আমন্ত্রণ জানিয়েছে বিকেএসপি। বিদেশী দলগুলোর মধ্যে দুটি আসবে ভারত এবং মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে একটি করে। ভারতের দুটি দলের মধ্যে যুব নেহেরু কাপ চ্যাম্পিয়ন ভারতের ভুপাল অ-১৭ দল টুর্নামেন্টে খেলবে। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলায় লালবাগ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। অপর ম্যাচে দিপালী যুব সংঘ ১-০ গোলে হারিয়েছে আরাফ স্পোর্টিং ক্লাব, গুলবাগকে। কাঠমান্ডু দাবায় মালেকের হার স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের অনুষ্ঠানরত কাঠমান্ডু ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার আব্দুল মালেক ৭ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন। সোমবার সপ্তম রাউন্ডের খেলায় মালেক নেপালের তানদুকার নবিনের কাছে হেরে যান।
×