ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা সপ্তম শিরোপার আরও কাছে জুভেন্টাস

প্রকাশিত: ০৬:২৯, ১৭ এপ্রিল ২০১৮

টানা সপ্তম শিরোপার আরও কাছে জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ আর ৬টি করে ম্যাচ বাকি। এর মধ্যেই প্রতিপক্ষের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে শিরোপার সুবাস পেতে শুরু করেছে টানা ৬ বার সিরি ‘এ’ চ্যাম্পিয়ন হওয়া জুভেন্টাস। রবিবার রাতে তারা ৩-০ গোলে হারিয়ে দেয় সাম্পাদরিয়াকে। ফলে ৩২ ম্যাচে এখন ৮৪ পয়েন্ট তাদের। ওল্ড লেডিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে দুই নম্বরে থাকা নেপোলি। তারা একই রাতে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে। ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট এখন নেপোলির। ফলে টানা সপ্তম শিরোপা জয়ের বেশ কাছাকাছিই চলে গেছে জুভরা। আগামী সোমবারের মধ্যে সিরি ‘এ’ লীগে অনেক ধরনের উত্থান-পতন ঘটতে পারে। এর মাঝে জুভেন্টাস ও নেপোলি কোন ম্যাচ না হারলে রবিবার পরস্পরের মুখোমুখি লড়াইয়ের ফলাফলটাই নির্ধারণ করে দেবে এবার ইতালিয়ান এ সর্বোচ্চ লীগের চ্যাম্পিয়নশিপ। জুভেন্টাস-নেপোলির সে লড়াইয়ের আগেই অনেক এগিয়ে গেছে ওল্ড লেডিরা। জুভরা জিতে গেলে শিরোপা তাদের ঘরে ওঠা হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র। তবে নেপোলি জিততে পারলে অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন দেখার জন্য। কিন্তু রবিবার রাতের সেই লড়াইয়ের আগেই হয়ে যেতে পারে শিরোপার ফয়সালা। আগামী বুধবার ক্রোটনের বিপক্ষে তাদের মাঠে যদি জুভেন্টাস জিতে যায় এবং ঘরের মাঠে নেপোলি যদি উদিনেসের কাছে পরাজিত হয়- সেক্ষেত্রে আর কোন হিসাব থাকবে না। অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের শিরোপা। সেক্ষেত্রে নেপোলির সঙ্গে রবিবার ড্র করলেই চ্যাম্পিয়ন জুভেন্টাস। এমন পরিসংখ্যানের আগে টানা জয়ের মধ্যে থাকা জুভেন্টাস বেশ সুবিধাজনক অবস্থানে গেছে সাম্পাদরিয়ার বিপক্ষে আরেকটি বড় জয়ে। অবশ্য, ডগলাস কোস্টা বদলি হিসেবে নামার আগে কোন গোলই পায়নি তারা। ইনজুরিতে পড়া মিরালেম পিয়ানিচের পরিবর্তে নেমে মারিও মানদুকিচকে দিয়ে গোল করিয়েছেন কোস্টা ৪৫ মিনিটে। এরপর তার কারণেই বেনেডিক্ট হাওয়েডেস ৬০ মিনিটে এবং ৭৫ মিনিটে সামি খেদিরা গোল করে দলকে বড় জয় পাইয়ে দেন। কিন্তু মিলানে গিয়ে হোঁচট খায় নেপোলি। জয় পেলে ব্যবধানটা বড় হতোনা জুভেন্টাসের সঙ্গে। কিন্তু ড্রয়ের কারণে আরও ২ পয়েন্ট বেড়েছে ব্যবধান। এখন তারা ৬ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা জেতার আশাটাকে কঠিন করে ফেলেছে। আর জুভেন্টাস যে ফর্মে আছে তাতে করে ঠেকিয়ে রাখা বেশ কঠিনই। ওল্ড লেডিদের কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন,‘ নেপোলির দুর্দান্ত একটি মৌসুম কেটেছে। এখনও তারা লড়াইয়ে ঠিকভাবেই আছে। আমার মনে হয় আগামী দুটি ম্যাচ শিরোপার জন্য অন্যতম বড় পরীক্ষা হবে। আমরা আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো ফেবারিট নই। কিন্তু সবাইকে ধন্যবাদ দিতে চাই। চ্যাম্পিয়ন্স লীগে এমন একটি হতাশাজনক নৈপুণ্যের পর জয় পাওয়াটা চ্যালেঞ্জিং ছিল।’
×