ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেল-রোনাল্ডোবিহীন রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারাল মালাগাকে

জিদানের অন্যরকম সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:২৯, ১৭ এপ্রিল ২০১৮

জিদানের অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার তারা ২-১ গোলে পরাজিত করেছে মালাগাকে। সেইসঙ্গে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ জিনেদিন জিদান। স্পেনের জায়ান্ট ক্লাবটির হয়ে শততম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন রিয়ালের এই ফরাসী কিংবদন্তি। মালাগার বিপক্ষে এদিন দলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেলকে বিশ্রামে রাখেন জিনেদিন জিদান। অন্যদিকে মার্সেলো আর টনি ক্রুস ছিলেন বদলি বেঞ্চে। কিন্তু মূল একাদশের এই পরিবর্তন সত্ত্বেও জয় পেতে কোন সমস্যা হয়নি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। বেল-রোনাল্ডোদের অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্প্যানিশ তারকা ইস্কো। ২৯ মিনিটে এই প্লেমেকারের কার্লিং ফ্রি-কিক থেকে মালাগা গোলরক্ষক রবার্তো জিমেনেজ বোকা হয়ে যান। মাদ্রিদের জন্য এটি ছিল ২৫তম সেট পিস গোল। এক মৌসুমে লা লিগার কোন ক্লাবের জন্য যা সর্বোচ্চ। এরপর দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলের যোগানদাতাও ছিলেন এই স্প্যানিয়ার্ড। ৬৩ মিনিটে কাসেমিরোর গোলে লা রোসালেডায় সফরকারীদের জয়ও নিশ্চিত হয়। ম্যাচ শেষের ইনজুরি সময়ে দিয়েগো রোলানের গোল অবশ্য পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে শুধু। এই জয়ে ভ্যালেন্সিয়াকে পেছনে ফেলে আবারও লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। যদিও কাসেমিরোর গোলের আগে ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল মালাগা। কিন্তু কেইলর নাভাসকে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি ম্যানুয়েল ইটুরা। টেবিলের তলানিতে থাকা জোশে গঞ্জালেসের দল এখন সেফ জোন থেকে ১৪ পয়েন্ট দূরে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র ৬টি ম্যাচ। বেল-রোনাল্ডোবিহীন মাদ্রিদের মূল একাদশে কিছুটা বাড়তি দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন করিম বেনজেমা। ম্যাচের শুরুতে কয়েকটি আক্রমণও করেছিলেন তিনি। ২৩ মিনিটে ইস্কোর দারুণ এক থ্রুবলে লুকাস ভাসকুয়েজ তাড়াহুড়া করে শট নিতে গেলে তা ক্রসবারের অনেক উপর দিয়ে বাইরে চলে যায়। কাসেমিরোর ক্রস থেকে বেনজেমার হেডও গোলের ঠিকানা খুঁজে পায়নি। কিন্তু ২৯ মিনিটে আর ভুল করেননি ইস্কো। ২৫ গজ দূর থেকে তার দুর্দান্ত ফ্রি-কিকেই এগিয়ে যায় মাদ্রিদ। সাবেক ক্লাবের বিপক্ষে ইস্কোর এই গোল স্বাগতিক সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে। বিরতির ঠিক আগে ইটুরার শট নাভাসের দুই পায়ের মাঝখানে আটকে গেলে সমতায় ফেরা হয়নি মালাগার। তবে কিছুটা আগ্রাসী হয়েই বিরতির পর মাঠে নামে স্বাগতিকরা। আলবার্তো বুয়েনোর হেড অল্পের জন্য দলকে গোল উপহার দেয়নি। তবে ৬৩ মিনিটে কার্যত মালাগার সব আশা শেষ করে দেন কাসেমিরো। ২০১৩ সালে মালাগা ছেড়ে মাদ্রিদে যোগ দেয়া ইস্কোই ছিলেন এই গোলের মূল কারিগর। ফরাসী তারকা বেনজেমার কাছ থেকে বক্সের ভেতর বল পান ইস্কো। দারুণ এক পাসে পাশে দাঁড়ানো কাসেমিরোকে দিয়ে মৌসুমের পঞ্চম গোলটি উপহার দেন ইস্কো। তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের। আর শততম জয় পেলেন জিদান। এখন পর্যন্ত ১৪০ ম্যাচে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ডাগআউটে ছিলেন এই ফরাসী কোচ। এর মাঝে ১০০ জয়ের পাশাপাশি ২৫ ড্র আর ১৫ ম্যাচে হারের অভিজ্ঞতাও পেয়েছেন তিনি। লা লিগায় ৯০ ম্যাচ খেলে ৬৬ জয়, ৯ হার ও ১৫ ড্র। চ্যাম্পিয়নস লীগে ৩০ ম্যাচে ২০ জয়, ৬ ড্র আর ৪ হার। লা লিগা ও চ্যাম্পিয়নস লীগ ট্রফি ছুঁয়ে দেখলেও কোপা ডেল রের ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি তিনি। এই টুর্নামেন্টে ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র আর ২ হার জিদানের। তবে শতভাগ জয় রয়েছে ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে। রিয়ালের ডাগআউটে জিদানের জয়ের হার ৭১.৪ শতাংশ। রিয়ালের ইতিহাসে একমাত্র জোশে মরিনহোর রেকর্ডই জিদানের চেয়ে ভালো। মরিনহো ১৭৮ ম্যাচে ১২৪ জয় পেয়েছিলেন। শতকরা ৭১.৯ ভাগ ম্যাচে সফল ছিলেন স্পেশাল ওয়ান। জিদান অর্জন করেছেন ৮ ট্রফি।
×