ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোনাকোকে গোলবন্যায় ভাসিয়ে লীগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো উনাই এমেরির শিষ্যরা

পিএসজির শিরোপা পুনরুদ্ধার

প্রকাশিত: ০৬:২৭, ১৭ এপ্রিল ২০১৮

পিএসজির শিরোপা পুনরুদ্ধার

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানের শ্রেষ্ঠত্ব ফিরে পেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রবিবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোকে ৭-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করেছে তারা। পিএসজির হয়ে দুটি করে গোল করেছেন জিওভানি লো সেলসো আর এ্যাঞ্জেল ডি মারিয়া। গত কয়েক বছর ধরেই ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করে প্যারিস সেইন্ট জার্মেই। সেজন্য কাঁড়ি কাঁড়ি টাকাও খরচ করেছে তারা। ডেভিড বেকহ্যাম-জøাতান ইব্রাহিমোভিচকে দলে ভিড়িয়ে চমকও দেখিয়েছে গোটা ফুটবল দুনিয়াকে। কিন্তু গত মৌসুমে তাদের টপকে লীগ শিরোপা জয়ের স্বাদ পায় মোনাকো। যে কারণেই নতুন করে চমক উপহার দেয় প্যারিস জায়ান্টরা। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দলবদলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে নেইমার-এমবাপ্পেদের দলে ভেড়ায় পিএসজি। খেলোয়াড়রাও কর্তৃপক্ষের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলে লীগ ওয়ানের সপ্তম শিরোপা জয়ের স্বাদ পেল উনাই এমেরির শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে গোল উৎসবের সূচনা করেন জিওভানি সেলসো। প্রথমার্ধের ১৪ মিনিটে তার গোলেই প্রথম এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। এর পরই হঠাৎ ঝড়! ১০ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরও তিনবার বল জড়ান স্বাগতিকরা। ১৭ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। ২০ মিনিটে চলতি মৌসুমের ১৪তম গোলটি করেন পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার এ্যাঞ্জেল ডি মারিয়া। ২৭ মিনিটে আবারও লো সেলসির গোল। ৩৮ মিনিটে মোনাকোর হয়ে একটি গোল করেন রনি লোপেজ। তারপরও ৪-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে উনাই এমেরির শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও গোলের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকরা। ৫৮ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর পিএসজির পঞ্চম গোলটি করেন ডি মারিয়া। ৭৬ মিনিটে নিজেদের জালেই বল জড়ান মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন পিএসজির জুলিয়ান ড্র্যাক্সলার। আর তাতেই ৭-১ গোলের বড় জয়ের পাশাপাশি লীগ শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের ফলে ৩৩ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৮৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর দখলে মাত্র ৭০। আর ১৭ পয়েন্টের ব্যবধান থাকায় রবিবারই শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। গত গ্রীষ্মকালীন দলবদলে বার্সিলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। নতুন ঠিকানায় দুর্দান্ত শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান। কিন্তু প্যারিসের ক্লাবটিতে গিয়ে কয়েকবারই বিতর্কিত ঘটনার জন্ম দেন তিনি। যার মধ্যে কাভানির সঙ্গে পেনাল্টি কা-টা অন্যতম। লীগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচের সেই পেনাল্টি কা- তো গোটা ফুটবল দুনিয়াতেই তোলপাড় শুরু করে দিয়েছিল। মাঠের সেই পেনাল্টি কা- চলে গিয়েছিল ড্রেসিংরুমেও! ব্যাপারটা এতটাই ভয়াবহ পর্যায়ে গিয়েছিল যে হাতাহাতি পর্যন্তও গড়িয়েছিল! দীর্ঘদিন পর সেই পেনাল্টি কা- নিয়ে কথা বলেছেন নেইমার। টিভি গ্লোভোকে দেয়া এক সাক্ষাতকারে নেইমার জানান, সেই ঘটনার তিনদিন পর এডিনসন কাভানির সঙ্গে কথা বলেন তিনি। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘সেই ঘটনার তিনদিন পর আমরা বসি এবং একে অপরের সঙ্গে কথা বলি। যেহেতু সমস্যাটা ছিল আমাদের দুজনের মধ্যে তাই কাউকে এর সঙ্গে না জড়িয়ে আমরা দু’জনেই সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করি এবং খুব দ্রুতই তার সমাধান করে ফেলি।’ তবে নেইমার জানান, প্রকৃতপক্ষে ঘটনা যতটা ঘটেছে মানুষ বলাবলি করেছে তার চেয়েও বেশি। সাবেক বার্সিলোনার এই ব্রাজিলিয়ান সুপারস্টারের মতে, ‘কাভানির সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এটা সত্য, কিন্তু মানুষ যা হয়েছে তার চেয়েও বেশি রটিয়েছে।’ গণমাধ্যমকেও দোষারোপ করেছেন নেইমার। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘গণমাধ্যমও বিষয়টাকে অতিরঞ্জিত করেছে। কেননা তখন এটা বিক্রিও হয়েছে খুব!’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে শীর্ষ পাঁচ ক্লাব ম্যাচ জয় ড্র হার পয়েন্ট পিএসজি ৩৩ ২৮ ৩ ২ ৮৭ মোনাকো ৩৩ ২১ ৭ ৫ ৭০ লিঁও ৩৩ ১৯ ৯ ৫ ৬৬ মার্সেই ৩৩ ১৯ ৯ ৫ ৬৬ রেনেস ৩৩ ১৩ ৮ ১২ ৪৭
×