ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগে মিরপুরে আজ মুখোমুখি উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল এবং রাজশাহীতে দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল

এগিয়ে যাওয়ার লড়াইয়ে গরম হাওয়া

প্রকাশিত: ০৬:২৭, ১৭ এপ্রিল ২০১৮

এগিয়ে যাওয়ার লড়াইয়ে গরম হাওয়া

স্পোর্টস রিপোর্টার ॥ চার রাউন্ডের খেলা শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল)। আর দুটি রাউন্ড বাকি। আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম রাউন্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে এবার শিরোপা লড়াই বেশ জমে উঠেছে। আগের চার রাউন্ড থেকে একমাত্র জয় পাওয়া দল বিসিবি উত্তরাঞ্চল। বাকি তিনটি ম্যাচ করেছে ড্র। এ কারণেই তারা ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে খুব পিছিয়ে নেই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, চারটিই ড্র করে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তারা। উত্তরাঞ্চলের বিপক্ষে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ দলে মুমিনুল হক সৌরভকে পাচ্ছে তারা। আর ৪ ম্যাচেই ড্র করা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৩৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। তাই এ তিনটি দলের মধ্যেই আজ এগিয়ে যাওয়ার লড়াই শুরু হবে। লড়াইয়ে অনেকখানি পিছিয়ে থাকায় ওয়ালটন মধ্যাঞ্চলের (১ পরাজয়, ৩ ড্রয়ে ২৯ পয়েন্ট) শিরোপা স্বপ্ন অনেকটাই ম্লান। তবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে জয় কুড়িয়ে নিতে পারলে তারাও এগিয়ে আসবে অনেকখানি। এ দুটি ম্যাচে ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ গ্রীষ্মের অত্যধিক গরম আবহাওয়া। ইতোমধ্যেই গ্রীষ্ম শুরু হয়ে গেছে। গত রাউন্ডেই তীব্র খরতাপে ক্রিকেটাররা হাঁসফাঁস করেছেন। অধিকাংশ দিনেই তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সূর্যোদয়ের কিছুক্ষণ পর থেকেই শুরু হয় তীব্র গরম। কখনও কখনও ৩৪ ছাড়িয়ে ৩৫/৩৬ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গত রাউন্ড শেষ হওয়ার পর বলেছিলেন,‘খেলার সময়টা এগিয়ে সাড়ে ৭টায় শুরু করা যেতে পারে। কারণ এই গরমে ক্রিকেটাররা আরও বেশি ইনজুরিতে কিংবা অসুস্থতায় পড়েন। অনেক দেশেই খেলার সময় এগিয়ে আনা হয়েছে সে কারণে।’ তবে আজ থেকে শুরু হতে যাওয়া পঞ্চম রাউন্ডের সময় আগের মতোই থাকছে। চার রাউন্ডে একটিমাত্র ম্যাচে হয়েছে ফয়সালা। উত্তরাঞ্চল একেবারে প্রথম রাউন্ডে ৯ উইকেটে হারিয়েছিল মধ্যাঞ্চলকে। বাকি সব ম্যাচই হয়েছে ড্র। ওই পরাজয়ের কারণেই সবচেয়ে পিছিয়ে পড়েছে মধ্যাঞ্চল। তবে আজ তাদের সুযোগ ঘুরে দাঁড়ানোর। রাজশাহীতে দক্ষিণাঞ্চলকে হারিয়ে দিতে পারলে এগিয়ে আসতে পারবে তারা অনেকখানি। তবে শিরোপা লড়াইয়ে কতখানি ফিরতে পারবে তারা সেটা নির্ভর করবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচের ফলাফলের ওপর। ওই ম্যাচে জয়-পরাজয় আসলে জয়ী দল অনেকখানিই এগিয়ে যাবে অন্য তিনটি দলের চেয়ে। সে ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। চলতি বিসিএলে এবারই প্রথম মিরপুরে খেলা হবে। ৪১ পয়েন্ট নিয়ে সুবিধামতো থাকার কারণে তারাই শিরোপার কাছাকাছি আছে। ড্র করতে পারলেও এগিয়ে যাবে অনেকখানি। তবে পূর্বাঞ্চল জয় পেতে চায়। আগের রাউন্ডে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল খেলেননি। এবার খেলবেন তিনি। মাত্র ২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শীর্ষে ওঠার লক্ষ্য তাদের। কিন্তু ম্যাচগুলোয় সেই তীব্র গরমের একটা প্রভাব থাকবে। এ বিষয়ে দলের কোচ ইমরান সারোয়ার বলেন, ‘মাত্র ২ পয়েন্টের ব্যবধান। আমাদের ১ পয়েন্ট নিচে আছে আরেকটা টিম। এবার তিনটা টিমের যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। শেষ দুইটা ম্যাচে যারা ভাল করবে তারাই। আমাদের এখানে সুযোগ-সুবিধা যা আছে, ইস্ট জোন ওভাবেই টিমটা হ্যান্ডেল করছে এবং ওভাবেই আমাদের ওপর ছেড়ে দিয়েছে এবং জাতীয় দল বা বিপিএলে যে ধরনের সুযোগ-সুবিধা থাকে তাই পাচ্ছি। আমার মনে হয় পেস বোলারদের যতœ নেয়া উচিত। প্রত্যেকটা ব্যাটসম্যান যারা রান বেশি করে আইস বাথ থেকে শুরু করে হাইড্রেশন সব করা উচিত। প্রতি ঘণ্টায় ঘণ্টায় করা উচিত। দুই-তিন ঘণ্টা পার হওয়ার পর করলে আমার মনে হয় এই গরমে হাইড্রেটেডট হয়ে যাবে এবং পরের ম্যাচগুলো খেলতে পারবে না।’
×