ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জ্বলছেন মুস্তাফিজ, হারছে মুম্বাই!

প্রকাশিত: ০৬:২৪, ১৭ এপ্রিল ২০১৮

জ্বলছেন মুস্তাফিজ, হারছে মুম্বাই!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শুরু থেকেই বল হাতে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ক্লোজ ম্যাচে একের পর এক হারে পয়েন্ট টেবিলের তলানিতে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নরা! টানা তিন হার, এখনো জয়ের মুখ দেখেনি রোহিত শর্মার দল। কিভাবে যেন হয়ে হয়েও হচ্ছে না। তবে গ্রেট শচীন টেন্ডুলকরের ছায়াধন্য ইন্ডিয়ান্স শিবিরে সময়টা উপভোগ করছেন টাইগার কাটার-মাস্টার। প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে, বোলিং কোচ শেন বন্ডের কাছ থেকে অনেক কিছু শিখছেন বলেও এক ভিডিও বার্তায় জানিয়েছেন মুস্তাফিজ। সেনসেশনাল ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহসহ বিশ্বমানের সব তারকার সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন আইপিএলে বাংলাদেশের অন্যতম এ প্রতিনিধি। ‘এ বছরই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দরাবাদে ছিলাম। এটা নতুন ড্রেসিং রুম, এখানে সিনিয়র অনেক খেলোয়াড় আছে। আমার বয়সীও অনেকে আছে। টিম কম্বিনেশন অনেক ভাল। কোচরা যথেষ্ট সাহায্য করছেন। খেলোয়াড়রাও অনেক সাহায্য করছে। সব মিলিয়ে নতুন টিমে সময়টা বেশ উপভোগ করছি। যদিও একাধিক ম্যাচে আমরা অল্পের জন্য জিততে পারিনি। আশা করি একটা সাফল্যেই সবকিছু বদলে দেবে।’ মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন দ্য ফিজ। দল একটুর জন্য ব্যর্থ হলেও নতুন জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমে ঠিকই নিজেকে মেলে ধরেছেন মুস্তাফিজ। তিন ম্যাচে সাজঘরে ফিরিয়েছেন পাঁচ ব্যাটসম্যানকে। আইপিএলে মুস্তাফিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ২০১৬ প্রথম আসরেই নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড়। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে গত আসরে দলটির হয়ে খেলেন মাত্র একটি ম্যাচ। চলতি আসরে দুই কোটি ২০ লাখ রুপীতে যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দলটির হয়ে ৩ ম্যাচে ১১.৫ ওভার বল করে ৮৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ২৯টি ডট বল দিয়ে তার ইকোনমি রেট ৭.৪৩। নতুন দল, নতুন সতীর্থদের সঙ্গে সময়টা কেমন কাটছে মুস্তাফিজের? ‘এটা নতুন ড্রেসিং রুম, এখানে সিনিয়র অনেক খেলোয়াড় আছেন। আমার বয়সীও অনেকে আছে। টিম কম্বিনেশন অনেক ভাল। কোচরা যথেষ্ট সাহায্য করছেন। খেলোয়াড়রাও অনেক সাহায্য করছে।’ হায়দরাবাদে টম মুডিকে পেয়েছিলেন, মুম্বাইর প্রধান কোচ শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। বোলিং কোচ হিসেবে আছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। শেখার চেষ্টা করছেন দ্য ফিজ, ‘সব সময় নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।’ মুম্বাইয়ের পেস আক্রমণে সঙ্গী হিসেবে আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। বুমরাহর সঙ্গে বোলিং উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি ‘বুমরাহ এখন খুব ভাল বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে ও খুবই ভাল। এখন দুইজন একসঙ্গে বোলিং করতে পারছি, আমারও ভাল লাগছে।’ অনেকেই প্রশ্ন করছেন অধিনায়ক রোহিত কি মুস্তাফিজকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন? ব্যর্থতার জন্য এটিকে বড় কারণ বলে উল্লেখ করেছেন সাবেক তারকা পেসার জহির খান, ‘ইনিংসের শুরুর দিকে দলের দুই সেরা বোলার মুস্তাফিজ-বুমরাহকে ব্যবহার করছে না রোহিত। সে তাদেরকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছে। কিন্তু শুরুর দিকে তাদের ব্যবহার করলে উইকেট পেত এবং ম্যাচের ফল অন্য রকম হতে পারত।’ জহির আরও বলেন, ‘আগের ম্যাচটাতেই প্রতিপক্ষ দিল্লীর জয়ের জন্য শেষ ওভারে ১১ রান দরকার ছিল। তবে শুরুর দিকে মুস্তাফিজ-বুমরাহ বোলিং করলে শেষ ওভারে ১১ রানের জায়গায় হয়তো ১৭-১৮ থাকত। শুরুর দিকে উইকেট পড়ে গেলে শেষে দিকের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই চাপে থাকে।’ আলাদাভাবে মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতি ম্যাচেই দারুণ শুরু করছে মুস্তাফিজ। তার বোলিং দেখে বোঝাই যাচ্ছে শুরুর দিকে তছনছ করে দেয়ার মতো বোলার তিনি।’ আজ ঘরের মাঠ ওয়াংখেড়ে নিজেদের চতুর্থ ম্যাচে রোহিত-মুস্তাফিজদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
×