ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনার এমপি মিজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:০০, ১৭ এপ্রিল ২০১৮

খুলনার এমপি মিজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে দশটা থেকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুদক গত ৪ মার্চ খুলনার সংসদ সদস্য মিজানুর রহমান, লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু এবং নাটোরের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস দুলুর বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানে করে দেখার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে এমপি মিজানকে জ্ঞিাসাবাদ করা হয়। দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি কর্পোরেশন ও অন্যান্য সরকারী অফিসের ঠিকাদারি কাজ পরিবারের সদস্যদের দেয়া, নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাত করা এবং মাদকের কারবারে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে। বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে অভিযোগ, ২০০১-২০০৬ জোট সরকারের সময় লালমনিরহাট ও রংপুর অঞ্চলের টেন্ডারবাজি এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি। আর নাটোরের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস দুলুর বিরুদ্ধে অভিযোগ, বিএনপি সরকারের আমলে তিনি নাটোরের বিভিন্ন সরকারী প্রকল্পে টেন্ডারবাজি, ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় এবং মাদকের কারবার থেকে ৫ শ’ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানের বিরুদ্ধেও অবৈধ সম্পদের মালিক হওয়ার একটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
×