ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্যুরিজম মেলায় বিমানের টিকেটে ২০ শতাংশ ছাড়

প্রকাশিত: ০৬:০০, ১৭ এপ্রিল ২০১৮

ট্যুরিজম মেলায় বিমানের টিকেটে ২০ শতাংশ ছাড়

স্টাফ রিপোর্টার ॥ এবারের বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি আন্তর্জাতিক রুটে ২০% ছাড় দেবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এই মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলা উপলক্ষে দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাঙ্কক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে বিমান ২০ শতাংশ ছাড় দেবে। বিটিটিএফ মেলায় বিমানের স্টল হতে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন ভাড়া ১৭,৬৩১ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২,৫৩৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৪,৩১৮-টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০,৪৬৯- টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯,৯১৯ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৫,২০১ টাকা এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ১০,৫৮১ টাকায় টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে। মেলা চলাকালীন বিমান স্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭% এবং অভ্যন্তরীণ রুটে ১০% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে। মেলা পরিদর্শনে আসা দর্শণার্থীদের জন্য প্রবেশ টিকেটে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে কাপল রিটার্ন টিকেট। বিমান স্টল হতে সকল ধরনের ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকেট ক্রয় করা যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
×