ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবিসির সঙ্গে সাক্ষাতকারে কোমি

ট্রাম্প দায়িত্ব পালনের জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ এপ্রিল ২০১৮

ট্রাম্প দায়িত্ব পালনের জন্য ‘নৈতিকভাবে অযোগ্য’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের জন্য ‘নৈতিকভাবে আনফিট’। কোমির মতে, ট্রাম্প নারীর প্রতি যথেষ্ট সম্মানবোধ পোষণ করেন না। নারীকে তিনি ‘মাংসের টুকরো’ বিবেচনা করে থাকেন। এএফপি ও গার্ডিয়ান। গত বছর ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। এরপর এই প্রথম তিনি এবিসি নিউজকে একটি সাক্ষাতকার দেন। তিনি বলেন, ট্রাম্প অবিরাম মিথ্যা বলে যাচ্ছেন এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে। সাক্ষাতকারের ঘণ্টা খানেক আগে ট্রাম্প কোমির বিরুদ্ধে ‘অনেকবার মিথ্যা’ বলার অভিযোগ আনেন। কোমি বলেন, ‘আমি বলছি না যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে আনফিট। আমি মনে করি তিনি প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে অযোগ্য। আমাদের প্রেসিডেন্ট যিনি হবেন তাকে অবশ্যই নৈতিক মূল্যবোধগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং তার প্রতিফলন থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেসিডেন্টকে আর সেই মাপকাঠিতে ফেলা যাচ্ছে না। এবিসির টোয়েন্টি/টোয়েন্টি প্রোগ্রামে রবিবার রাতে কোমি বলেন, ট্রাম্প নারীদের মাংসের টুকরোর মতো মনে করেন। সাবেক এফবিআই পরিচালক কোমি ট্রাম্পের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা নিয়ে ‘এ হায়ার লয়ালটি: ট্রুথ, লাইস এ্যান্ড লিডারশিপ’ নামে একটি বই লিখেছেন। বইটি প্রকাশের পর প্রথম টেলিভিশন সাক্ষাতকারে এবিসি’র জর্জ স্টেফানোপোলাসের সঙ্গে তিনি সহিংসতা, হিলারির ই-মেইল এবং ট্রাম্পের মিথ্যা বলার অভ্যাসের মতো নান বিষয় তুলে ধরেন। বাদ পড়েনি স্টর্মি ড্যানিয়েল এবং কারেন ম্যাকডোগালের মতো প্লেবয় তারকাদের সঙ্গে ট্রাম্পের অনৈতিক সম্পর্কের বিষয়গুলোও। এবিসির উপস্থাপকও সম্ভবত কোন সাবেক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে একজন বর্তমান প্রেসিডেন্ট সম্পর্কে এমন কঠোর মন্তব্য শোনেনি। এবিসির সঙ্গে আলাপচারিতায় কোমি ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন। কোমি বলেন, ‘তিনি টেলিভিশনে দেখতে যেমন বাস্তবেও তেমনি। তবে তাকে আমার চেয়ে কিছুটা খাটো মনে হয়েছে। তার চুলগুলো ছিল বেশ পরিপাটি করে সাজানো। তার টাই ছিল বেশ লম্বা, যে রকম লম্বা টাই তিনি সব সময় পরে থাকেন।
×