ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বে বয়ে আনবে বিশৃঙ্খলা

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ এপ্রিল ২০১৮

বিশ্বে বয়ে আনবে বিশৃঙ্খলা

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রবিবার পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন সিরিয়ায় আরও হামলা হলে তা বিশ্বব্যাপী বিশৃঙ্খলা বয়ে আনবে। তিনি এমন এক সময় এ হুঁশিয়ারি দিলেন যখন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক ইস্যুতে টানাপোড়েন চলছে। বিগত অনেক বছরের মধ্যে সম্পর্ক এতটা খারাপ কখনও হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দুমায় শাসক বাশার আল আসাদের অনুগত বাহিনী রাসায়নিক গ্যাস হামলার চালানোর পর শনিবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। পুতিন ও রুহানি একমত পোষণ করেন যে পশ্চিমা হামলা সিরিয়া সঙ্কট সমাধানে বহু পাক্ষিক রাজনৈতিক সমাধান অর্জনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। রুহানির সঙ্গে আলাপচারিতার সময় পুতিন বলেন, ‘জাতিসংঘ সনদ লঙ্ঘনের মতো এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে’। দুমায় রাসায়নিক হামলায় ৭০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়। হতাহতের একটি বড় অংশ ছিল শিশু। এ ঘটনার পর থেকেই ট্রাম্প সিরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। কথা মতো তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালান। এই ঘটনাকে ট্রাম্পের মিত্ররা যে সময় তাদের সাফল্য হিসেবে দেখছেন তেমনি সিরিয়া ও তার মিত্ররা আগ্রাসনমূলক তৎপরতা বলে এর নিন্দা জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যে আসাদের একমাত্র মিত্র রাশিয়া একে সবচেয়ে বড় হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একে ‘অপ্রত্যাশিত ও অপমানজনক’ বলে অভিহিত করেছেন। মস্কো পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাবে, রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের কাছ থেকে এমন মন্তব্য আসার কিছুক্ষণের মধ্যে রুহানির সঙ্গে পুতিনের ফোনালাপের কথা জনা যায়। রাশিয়া জাতিসংঘের পশ্চিমা দেশগুলোর দেয়া প্রস্তাব অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুত কিনা এ প্রশ্নের জবাবে রিয়াবকভ তাস নিউজ এজেন্সিকে বলেছিলেন, ‘এখন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, তাই আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে আমরা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে পদ্ধতিগত এবং পেশাগতভাবে কাজ করে যাচ্ছি।’ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভøাদিমির এরমাকভ বলেছেন, ওয়াশিংটনের উচিত বিমান হামলার পরও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে মস্কোর সঙ্গে একটি সংলাপ পর্যায়ের সম্পর্ক বজায় রাখা। তিনি মনে করেন, মার্কিন প্রশাসনে এমন কিছু কর্মকর্তা রয়েছেন যাদের সঙ্গে আলোচনা করা যায়। দামেস্কে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ রুশ কর্মকর্তা ও সিরিয়ার সিনিয়র সহকারীদের উপস্থিতিতে তিন ঘণ্টার জন্য বৈশ্বিক রাসায়নিক নজরদারি সংস্থা ওপিসিডের পরিদর্শকদের সঙ্গে সাক্ষাত করেছেন। পরিদর্শকরা ৭ এপ্রিল দুমায় গ্যাস হামলার জায়গাটি দেখার কথা রয়েছে। চিকিৎসক ও ত্রাণ কর্মীদের দাবি অনুযায়ী ওই হামলা চালিয়ে বহু লোককে হত্যা করা হয়েছে। দুমা হামলায় জড়িত থাকার বিষয়ে ব্রিটেনের অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে। বিবিসিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন যে, পশ্চিমা শক্তিগুলো আরও ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে না, যদিও দামেস্ক রাসায়নিক অস্ত্র পুনরায় ব্যবহার করলে তারা তাদের বিকল্পগুলোর মূল্যায়ন করবে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়াই একমাত্র দেশ যে এই সঙ্কটের অবসান ঘটাতে আসাদকে চাপ দিতে পারে। ব্রিটেনে বিরোধী নেতা জেরেমি করবিন ত্রিদেশীয় হামলায় তার দেশের অংশগ্রহণের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আইনগত ভিত্তি আছে কি না তা জানতে চেয়েছেন।
×