ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি কোন ষড়যন্ত্র করেনি, দাবি রিজভীর

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি কোন ষড়যন্ত্র করেনি, দাবি রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। এজন্য বেগম জিয়াকে অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছেন। সোমবার পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার হাত-পা ও কোমরের ব্যথা আরও বেড়েছে। জরুরী ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। সরকারী মেডিক্যালবোর্ডের চিকিৎসকরাও অর্থোপেডিক বেড দেয়ার সুপারিশ করেছেন। কিন্তু খালেদা জিয়াকে সেই বেড দেয়া হয়নি। জরুরী ভিত্তিতে এমআরআইসহ উন্নত চিকিৎসা দরকার। ক্ষমতাসীনদের দাপটে কারা কর্তৃপক্ষ মুঠোবন্দী অভিযোগ করে বলেন, কারা কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের রোগ তীব্র আকার ধারণ করেছে। এতদিন সপ্তাহে একদিন পরিবারের সদস্যদেরকে দেখা করতে দেয়া হতো। এখন বলা হচ্ছে ১০ দিন পরপর দেখা করতে হবে। সরকার আইন কানুন সব কিছু জলাঞ্জলি দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আলাদা বিধান করছে। এর উদ্দেশ্য হচ্ছে, তাকে নিপীড়ন করা, মানসিক নির্যাতন করা, বিপর্যস্ত করা, হেনস্থা করা, হয়রানি করা। কারাগারে যা কিছু হচ্ছে সরকার ও সরকার প্রধানের নির্দেশেই হচ্ছে উল্লেখ করেন তিনি। বলেন, কোটি কোটি জনগণের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। কারাগারে বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার এই খবর কীভাবে জানতে পারলেন এমন প্রশ্নে রিজভী বলেন, খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা কারাগারে গিয়ে দেখা করে এসেছেন। এছাড়া তার আইনজীবীরাও কয়েক দিন আগে গিয়েছিলেন। সেসব মাধ্যমে তারা খবর পাচ্ছেন। আর সব সময় সব সোর্সের কথা বলতে নেই। আমরা নানাভাবে জানতে পেরেছি। আপনারাও তো কারাগারের খবর রাখছেন। সেভাবেই জানছি। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনে পরাজিত হয়ে আওয়ামী লীগ বেসামাল হয়ে পড়েছে। কোটা সংস্কার নিয়ে বিএনপি কোন ষড়যন্ত্র করেনি। ওবায়দুল কাদের সাহেবরা দিশেহারা হয়ে প্রতিদিন বেশরমের মতো বকবক করছেন। ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করতে না পারায় হতাশায় ডুবছে। লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কোটা নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল সাহসী পদক্ষেপ’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপেক্ষিতে রিজভী বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশে বলতে চাই- কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরাজিত হওয়ায় এখন আপনারা বেসামাল হয়ে পড়েছেন। দেশের লাখ লাখ শিক্ষার্থী যখন ন্যায্য দাবিতে আন্দোলন করছিল এবং সরকারের লোকেরা যখন পায়ের রগ কাটাসহ তাদের ওপর একের পর এক রক্তাক্ত আক্রমণ চালাচ্ছিল, আইন-শৃঙ্খলা বাহিনী যখন রাতভর তাদের ওপর গুলি চালাচ্ছিল সেই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের পক্ষে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন। কিন্তু কোন ষড়যন্ত্র করেননি। প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণাকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিল, বাতিল নয়। প্রধানমন্ত্রী জেদের বশে কোটা বাতিলের ঘোষণা দিয়ে দিলেন। বিষয়টি যে শুভঙ্করের ফাঁকি এবং সাম্প্রতিককালের সেরা প্রহসন সেটি আমরা আগেই উল্লেখ করেছিলাম। এ নিয়ে শিক্ষার্থীসহ গোটা জাতি এখনও অন্ধকারে। এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। তিনি বলেন, আক্রমণকারীদের নির্দেশদাতারা ক্রোধে-প্রতিশোধে উন্মত্ত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন। সরকারের পেটোয়ারাই যে ভিসির বাড়িতে আক্রমণের মূল নায়ক সেটি তারা প্রমাণ করে দিলেন ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের দেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার, আবদুস সালাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ দফতর সম্পাদক মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তার আগে আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও কারাগারে হাজার হাজার নেতাকর্মী যারা আছেন, তাদের মুক্ত করতে আন্দোলন করব। তবে নির্বাচনকে বাদ দিয়ে শুধু আন্দোলনে যেতে চাই না। নির্বাচন প্রস্তুতি এবং আন্দোলন একসঙ্গেই চলবে। এ সময় তিনি গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন।
×