ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিষয় : প্রাথমিক বিজ্ঞান

প্রকাশিত: ০৭:০২, ১৬ এপ্রিল ২০১৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিষয় : প্রাথমিক বিজ্ঞান

অধ্যায় - ১ : আমাদের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ০১। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর : মাটি, পানি ও বায়ু ০২। উদ্ভিদের পাতায় কী রয়েছে? উত্তর : সবুজ কণিকা ০৩। উদ্ভিদের পাতার সবুজ কণিকাকে কী বলে? উত্তর : ক্লোরোফিল ০৪। উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কী? উত্তর : ক্লোরোফিল ০৫। উদ্ভিদ কীসের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে? উত্তর : ক্লোরোফিলের ০৬। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ ০৭। উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় কীসের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উত্তর : সূর্যের আলো ও পানির সাহায্যে ০৮। উদ্ভিদ কী করতে পারে? উত্তর : নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ০৮। প্রাণী কী করতে পারে না? উত্তর : নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ০৯।পৃথিবীর সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাদের উপর নির্ভরশীল? উত্তর : উদ্ভিদের ১০। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কী গ্রহণ করে? উত্তর : কার্বন ডাই - অক্সাইড ১১। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে কী ছাড়ে? উত্তর :অক্সিজেন ১২। প্রাণী শ্বাসকার্যে কী গ্রহণ করে? উত্তর :অক্সিজেন ১৩। প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে? উত্তর :কার্বন ডাই - অক্সাইড ১৪। সব প্রাণী কী ত্যাগ করে? উত্তর : মলমূত্র ১৫। প্রাণী মারা গেলে তা মাটিতে মিশে গিয়ে মাটির কী করে? উত্তর :মাটির উর্বরতা বৃদ্ধি করে ১৬। জড় পরিবেশের ৭ টি উপাদানের নাম লিখ। উত্তর : পাহাড়, জঙ্গল, পুকুর, নদী, সমুদ্র, গ্রাম ও শহর ১৭। উদ্ভিদের পরাগায়ন ঘটে কীসের মাধ্যমে? উত্তর :কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে। ১৮। কীসের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে? উত্তর :পাখির ১৯। অনেক উদ্ভিদ আছে যেগুলো কীসের আবাসস্থল? উত্তর :বিভিন্ন প্রাণি এবং কীটপতঙ্গের ২০। উদ্ভিদ ও প্রাণী কীসের জন্য একে অপরের উপর নির্ভরশীল? উত্তর : বেঁচে থাকার জন্য চলবে...
×