ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজস্থানের জয়

প্রকাশিত: ০৬:৫০, ১৬ এপ্রিল ২০১৮

স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজস্থানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাঞ্জু স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। নির্ধরিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোর গড়ে অজিঙ্কা রাহানের রাজস্থান। মাত্র ৪৫ বলে ২ চার ও ১০ চক্কায় ৯২ রান করে অপরাজিত থাকেন স্যামসন। জবাবে ৬ উইকেটে ১৯৮তে থামে বিরাট কোহলির বেঙ্গালুরু। ৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৭ রান করে আউট হন কোহলি, ২৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন মানদীপ সিং। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রীতিমতো ছক্কার ঝড় তুলেছিলেন স্যামসন। ১০টির মধ্যে প্রথম আট ছক্কা পর্যন্ত তো কোন বাউন্ডারিই মারতে দেখা যায়নি তাকে। বল ব্যাটে লাগাচ্ছেন তো সোজা সেটি গিয়ে আছড়ে পড়ছে সীমানার ওপারে। সাঞ্জু স্যামসনের ছক্কা ঝড়ে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৭ রান। এবারের আইপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড। শেষ ৫ ওভারেই সাঞ্জু স্যামসনের ঝড়ে রান ওঠে ৮৮ রান। এই ৫ ওভারে ১৭.৬০ রান রেটে রান তুলেছিলেন তিনি। আফসোস স্যামসনের জন্য। আর কয়েকটি বল পেলে হয়তো এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা করেই ফেলতে পারতেন তিনি। ছক্কার রেকর্ডেও হয়তো ভাগ বসাতে পারতেন। যদিও আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ক্রিস গেইলের। এক ম্যাচে মোট ১৭টি ছক্কা মেরেছিলেন তিনি। স্যামসন রয়েছেন এক ম্যাচে ছক্কা মারার রেকর্ডে ৯ নম্বরে। তবে রাজস্থানের হয়ে ইতিহাস গড়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ছক্কার মারই মেরেছেন। আগের রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। ২০১০ সালে মুম্বাইয়ের বিপক্ষে ৮ ছক্কা মেরেছিলেন তিনি। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস অবশ্য এই ম্যাচেও বড় রান করতে পারেননি। ২১ বলে ২৭ রান করে আউট হয়েছেন তিনি।
×