ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের শেষ দেখছেন চ্যাপেল

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ এপ্রিল ২০১৮

ওয়ার্নারের শেষ দেখছেন চ্যাপেল

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দেশে ফিরে কলঙ্কের দায় স্বীকার করে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন দু’জনই। অধিনায়ক স্মিথ আত্মবিশ্বাসী হলেও সহঅধিনায়ক ওয়ার্নার ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো আর ক্রিকেটে ফেরা হবে না তার। অস্ট্রেলিয়া দলের সাবেক তারকা অধিনায়ক ইয়ান চ্যাপেলও মনে করেন, স্মিথ হয়তো ফিরবেন, তবে ওয়ার্নারের ক্যারিয়ার কার্যত শেষ। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কিন্তু ওয়ার্নারের হাত থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় খুঁজছিল। কারণ সে (বেতনভাতা নিয়ে) দ্বন্দ্বের সময় সরব ছিল। নেপথ্যে থেকে আন্দোলনে রসদ যুগিয়েছিল। সম্ভবত সে আর ফিরতে পারবে না। হয়তো স্মিথ ফিরবে। তবে সেও সম্ভবত অস্ট্রেলিয়া দলকে আর নেতৃত্ব দিতে পারবে না।’ নিষেধাজ্ঞা দেয়ার সময়ই সিএÑ পরিষ্কার বলে দেয় যে দু’জন ভবিষ্যতে দলে ফিরলেও আর অধিনায়ক হতে পারবেন না। চ্যাপেলের এমন ধারণার পেছনে যুক্তিও আছে। ওয়ার্নারের সঙ্গে যে দেশটির ক্রিকেট বোর্ডের (সিএ) সম্পর্ক আগে থেকেই ভাল নয়। খেলোয়াড়দের বেতনভাতা নিয়ে আন্দোলনের মদদ জুগিয়েছিলেন এই ওপেনার। চাপের মুখে তখন অনেক কিছু মানতে বাধ্য হলেও রাগটা নিশ্চয়ই রয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। এ কারণেই চ্যাপেল মনে করছেন, অস্ট্রেলিয়া দলে আর খেলা হবে না ওয়ার্নারের। কেপটাউনে মাঠে ঘটনার বাস্তবায়ন করেছিলেন তরুণ ক্যামেরন ব্যানক্রফট। তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অধিনায়ক স্মিথ দায় স্বীকার করলেও অনেকেই মনে করেন, ঘটনার নাটেরগুরু আসলে ওয়ার্নারই। অতীতেও অনেকবার নানান ঝমেলায় জাড়িয়েছেন তিনি। এ নিয়ে বৃটিশ ও অস্ট্রেলীয় গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সবমিলিয়ে তুখোড় ব্যাটসম্যানের ক্যারিয়ারটাই হয়তো শেষই হতে যাচ্ছে।
×