ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক মাসের মধ্যেই ফিরছেন নেইমার

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ এপ্রিল ২০১৮

এক মাসের মধ্যেই ফিরছেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন নেইমার। আগামী এক মাসের মধ্যেই পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন তার চিকিৎসক। গত ফেব্রুয়ারিতে লীগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে খেলার সময় পায়ের পাতার ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙ্গে যাওয়ায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। এরপর অস্ত্রোপচার করতে হয় তাকে। অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার। তবে চোট থেকে ফিরতে আর এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন নেইমারের চিকিৎসক। এ ব্যাপারে পিএসজি কোচ উনাই এমেরি জানান, ‘সম্প্রতি নেইমারের পায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, অনুশীলনে ফেরার খুব কাছে চলে এসেছে নেইমার। খুব শীঘ্রই তাকে মাঠে দেখা যাবে।’ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় সাফল্যের সঙ্গে কাটানোর পর গত গ্রীষ্মকালীন দলবদলেই নতুন ইতিহাস গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। গুঞ্জন রয়েছে আবারও লা লিগায় ফিরতে পারেন তিনি। এবার রিয়াল মাদ্রিদের হয়ে। তবে বিশ্ব ফুটবলের ‘সুপার এজেন্ট’ হিসেবে পরিচিত পিনি জাহাভি মনে করেন মেসি-রোনাল্ডোর সঙ্গে নেইমারের আর খেলার সম্ভাবনা নেই। পোলিশ আউটলেট প্রিজিগল্যাড স্পোর্টওয়েকে তার ব্যাখাও জানিয়েছেন ইসরাইলের এই ফুটবল এজেন্ট। সেখানেই জাহাভি বলেন, ‘বর্তমান বিশ্বে তিনজন সুপারস্টার রয়েছেন। তারা হলেন মেসি, ক্রিশ্চিয়ানো ও নেইমার। তারা একই ক্লাবে খেলতে পারবেন না। কেননা, প্রতিটি ক্লাবে একজনই সুপারস্টার থাকে।’ তাহলে বার্সিলোনায় কিভাবে মেসির সঙ্গে খেলেছেন নেইমার? সেটারও ব্যাখ্যা দিয়েছেন জাহাভি। তিনি বলেন, ‘নেইমার খুব কম বয়সেই স্পেনে আসে। সেখানে সে ধীরে ধীরে পরিপক্ব হয়েছে। কিন্তু এখন তার বয়স ২৬। আরও আট থেকে নয় বছর শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ রয়েছে তার। তাই তার স্বাধীনতা প্রয়োজন। মূলত মেসির ছায়া থেকে বের হতেই বার্সিলোনা ছেড়ে চলে আসে নেইমার।’ এ ছাড়াও নেইমারের বার্সা ছাড়ার কিছু কারণ রয়েছে বলে জানিয়েছেন জাহাভি। তিনি বলেন, ‘ন্যুক্যাম্পে সবসময়ই দুইয়ে পড়ে ছিল নেইমার। ফ্রি-কিক শূটে এমনকি পেনাল্টিতেও দুই নম্বরে ছিল তার অবস্থান। এক কথায় সবক্ষেত্রেই নেইমারকে দ্বিতীয় সারিতে বিবেচনা করা হতো।’ তবে পিএসজিতে ব্যতিক্রম চিত্রনাট্য। ফ্রেঞ্চ লীগ ওয়ানে যোগ দেয়ার পর থেকেই উড়ছেন সাবেক সান্তোস ফরোয়ার্ড।
×