ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনন্দ-বেদনায় বিদায় গোল্ডকোস্ট

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ এপ্রিল ২০১৮

আনন্দ-বেদনায় বিদায় গোল্ডকোস্ট

মোঃ মামুন রশীদ ॥ শেষ পর্যন্ত সমাপ্তি ঘটলো ১১ দিনের প্রতিযোগিতার। শুরু হয়েছিল আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। আর ব্রিসবেনের গোল্ড কোস্টে ক্যারারা স্টেডিয়ামে বর্ণাঢ্য সমাপনী উৎসব দিয়ে শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। এবার অনেকগুলো রেকর্ড ও আলোচিত ঘটনায় দারুণ জমজমাট ছিল আসরটি। তবে স্বাগতিক অস্ট্রেলিয়া সর্বাধিক ১৯৮ পদক (৮০টি স্বর্ণ) নিয়েই এক নম্বরে থেকেছে। অনেকগুলো দলগত রেকর্ড, ব্যক্তিগত রেকর্ডে ভরপুর এই আসরে অল্পের জন্য পূর্বের রেকর্ড (৮৪ স্বর্ণ, ২০০৬ সাল) ভাঙ্গতে পারেনি অসিরা। কিন্তু সর্বাধিক ২৯টি দেশ এবার স্বর্ণ জিতে রেকর্ড গড়েছে। ১৩৬ পদক নিয়ে দ্বিতীয় হয়েছে ইংল্যান্ড (৪৫ স্বর্ণ) এবং ৬৬ পদ (২৬ স্বর্ণ) নিয়ে তৃতীয় হয়েছে ভারত। বাংলাদেশ দল দুটি রৌপ্য পেয়ে ৩০ নম্বরে থেকে শেষ করেছে। এবারের আসরে দীর্ঘদিন লৈঙ্গিক বিতর্কে জড়ানো দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমিনিয়া ডাবল স্বর্ণ এবং নিউজিল্যান্ডের লিঙ্গ পরিবর্তন হয়ে পুরুষ থেকে নারী হওয়া লরেল হাবার্ডের অংশগ্রহণ ছিল আলোচিত বিষয়। এছাড়া কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট পরবর্তী এ আসরে ১০০ মিটার স্প্রিন্ট ছিল আলোচনায়। সেই বোল্ট পুরো আসরেই ছিলেন উপস্থিত। সমাপনী উৎসবেও তিনি মঞ্চে পারফর্মারদের সঙ্গে ছিলেন। ক্যারারা স্টেডিয়ামে সমাপনী উৎসবের শুরুতেই ১১ অস্ট্রেলিয়ান তরুণীর আকর্ষণীয় পারফর্মেন্সে মোহিত হয়েছেন সবাই। এরপর নাচে-গানে ভরপুর ছিল সমাপনী মঞ্চ। একের পর এক উজ্জ্বল, রঙিন আলোকরাশি দেখা গেছে আতশবাজিতে। বিশেষ করে অস্ট্রেলিয়ার আদিবাসী গোত্র এ্যাবোরিজিনিদের কৃষ্টি ও সংস্কৃতিকেই প্রাধান্য দেয়া হয়েছে সমাপনী অনুষ্ঠানে। বিভিন্ন ডিসপ্লেতে সেসব ফুটে উঠেছে। পপতারকা কাইলি মিনোগ পারফর্ম করেছেন। তবে সবার নজর কাড়েন যখন ৮ অলিম্পিক স্বর্ণজয়ী বোল্ট মঞ্চে আসেন। তিনিও নেচেছেন মঞ্চে উঠে। শুরু থেকেই আলোচনায় ছিলেন কিংবদন্তি এ স্প্রিন্টার। সর্বকালের সবচেয়ে গতিধর এ জ্যামাইকান মানবের অনুপস্থিতিতে ১০০ মিটার স্প্রিন্টে সবার মনোযোগ ছিল। অন্যতম ফেবারিট হিসেবে বোল্টের সতীর্থ ও অনুশীলন সঙ্গী জ্যামাইকান তারকা ইয়োহান ব্লেককেই ধরা হয়েছিল চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু তিনি সবাইকে হতাশ করে ব্রোঞ্জ জেতেন। চমক দেখান দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিন। হয়ে যান গেমসের সবচেয়ে গতিধর মানব। মহিলাদের ২০০ মিটারেও জ্যামাইকার পতন ঘটে ডাবল অলিম্পিক জয়ী এলেইন টমসনের পরাজয়ে। এছাড়া সাইক্লিংয়ে অস্ট্রেলিয়ার একক আধিপত্য হয়েছে খর্ব। সাঁতারে দক্ষিণ আফ্রিকানদের দাপটের কারণেও প্রত্যাশিত সাফল্য আসেনি অসিদের। তবে এরপরও সাঁতার থেকে সর্বাধিক ২৮ স্বর্ণসহ মোট ৭৩ পদক জিতেছে অস্ট্রেলিয়া। সাইক্লিংয়ে দ্বিতীয় সর্বাধিক ১৪ ও এ্যাথলেটিক্সে তৃতীয় সর্বাধিক ১৩ স্বর্ণ জয় করে তারা। সবমিলিয়ে ৮০ স্বর্ণ, ৫৯ রৌপ্য ও ৫৯ ব্রোঞ্জসহ মোট ১৯৮ পদক নিয়ে এককভাবে শীর্ষে থেকে শেষ করেছে তারা। ২০০৬ সালে মেলবোর্নে অনুষ্ঠিত আসরে অস্ট্রেলিয়া ৮৪ স্বর্ণসহ জিতেছিল ২২১টি পদক। এবার অল্পের জন্য সেই রেকর্ডটা ভাঙ্গতে পারেনি তারা। এবার প্রতিযোগিতায় আলোচনার জন্ম দিয়েছে ওয়েলস। গেমসের ইতিহাসে সর্বাধিক পদক জিতেছে তারা এবার। ১৯৯০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গেমসে তারা ২৫ পদক জিতেছিল। এবার ইতোমধ্যেই ৩৬ পদক জিতেছে তরা ১০ স্বর্ণ, ১৪ রৌপ্য ও ১২ ব্রোঞ্জসহ। ৭ নম্বরে থেকে শেষ করেছে তারা। এবার গেমসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ড্রাগ টেস্টে কোন এ্যাথলেটই পজিটিভ হননি। প্রোটিয়া সাঁতারু চ্যাড লি ক্লসের একটি রেকর্ড গড়ার সুযোগ ছিল গেমসের ইতিহাসে সর্বাধিক পদক জয়ের। সেটা পারেননি তিনি। তিন গেমসে অংশ নিয়ে মোট ১৭ পদক জমা হয়েছে তার নামের পাশে। ১৮ পদক জয়ের রেকর্ড আছে কমনওয়েলথ গেমসে। তবে প্রথম ব্যক্তি হিসেবে একই ইভেন্টে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ডের ভারোত্তোলক লরেল হাবার্ড ছিলেন আলোচনায়। তিনি আগে পুরুষ ভারোত্তোলক হিসেবে অংশ নিয়েছিলেন। এবার নারী হিসেবে অংশ নিয়ে অবশ্য ইনজুরির কারণে আর জিততে পারেননি। কিন্তু প্রতিপক্ষরা তার অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছিল। দক্ষিণ আফ্রিকার লৈঙ্গিত বিতর্কের রাণী সেমিনিয়া মহিলাদের ১৫০০ ও ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতে সববিতর্ক শেষ করে দেন। স্কটল্যান্ডের ডাইভার ডানকান স্কট এক গেমসে দেশের পক্ষে সর্বাধিক ৫ পদক জিতে (১ রৌপ্য, ৪ ব্রোঞ্জ) ইতিহাস গড়েছেন। এবার মোট ২৯টি দেশ স্বর্ণ জিতেছে। আগের রেকর্ড ছিল ম্যানচেস্টারে ২০০২ সালে ২৮ দেশের স্বর্ণ জয়। সবমিলিয়ে পদক পেয়েছে ৪৩টি দেশ, এটিও নতুন রেকর্ড। এর আগে ৩৯ দেশ পদক জিতেছিল ২০০২ সালে ম্যানচেস্টারে। ইংল্যান্ড দ্বিতীয় হয়েছে ৪৫ স্বর্ণ, ৪৫ রৌপ্য ও ৪৬ ব্রোঞ্জসহ ১৩৬ পদক জিতে। আর ভারত ২৬ স্বর্ণ, ২০ রৌপ্য ও ২০ ব্রোঞ্জসহ ৬৬ পদক নিয়ে তৃতীয় স্থান নিয়ে শেষ করেছে।
×