ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ এপ্রিল ২০১৮

বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নববর্ষ উদযাপন

জনকণ্ঠ ডেস্ক ॥ বর্ণিল আয়োজন এবং দিনব্যাপী আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শনিবার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা নববর্ষ ১৪২৫ পালন করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বশেমুরকৃবি, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, হামদর্দ বিশ্ববিদ্যালয়, মাইলস্টোন কলেজ, এআইইউবি ও বাংলাদেশ সরকারী কর্মকমিশন। পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এদিন নতুন বছরকে বরণ করে নেয়। উপরোক্ত প্রতিষ্ঠানগুলো থেকে প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে একথা জানা গেছে। বশেমুরকৃবি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ॥ নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বাউল গান, নাচ, কনসার্ট ইত্যাদি। নববর্ষ উপলক্ষে ক্যা¤পাসকে সাজানো হয় নতুন রূপে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যা¤পাস প্রদক্ষিণ করে। এসময় ঢাক-ঢোল, বাঁশি আর একতারার সুরে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। র‌্যালি শেষে অতিথিবৃন্দ নববর্ষ উপলক্ষে ক্যা¤পাসে আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ হাসেম, আজিম উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ. আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, পরিচালক প্রশাসন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাবের (্অব) এবং স্টুডেন্ট এ্যাফেয়ার্স এর পরিচালক পারিসা শাকুর। বিইউপি ॥ ১৪ এপ্রিল শনিবার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্ (বিইউপি) এ বর্ণিল আয়োজনে “বাংলা নববর্ষ ১৪২৫” উদ্যাপন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে পহেলা বৈশাখের প্রত্যুষে বিইউপির মাঠে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মজাদার খাবার, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এছাড়া ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উদ্যাপন উপলক্ষে বিইউপির কালচারাল ফোরাম কর্তৃক বিইউপির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী বৈশাখী মেলার উদ্বোধন করেন। হামদর্দ বিশ^বিদ্যালয় ॥ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সীগঞ্জে বাংলা নববর্ষ -১৪২৫ উদ্যাপন করা হয়। সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মঙ্গল শোভাযত্রা আয়োজনের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণ করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ নুরুল হুদা, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ॥ বৃত্তি অর্জনে এবারও অসাধারণ কৃতিত্বের স¦াক্ষর রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ। ২০১৭ সালে অনুষ্ঠিত পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসির ফলাফলের ভিত্তিতে প্রদত্ত বৃত্তিতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ থেকে মেধা ও সাধারণ কোটায় সর্বমোট ১২৩ জন বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন মেধা কোটায় এবং ৮৭ জন সাধারণ কোটায়। এআইইউবি ॥ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৫ উদ্যাপন উপলক্ষে গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে দিন ব্যাপী ‘এআইইউবি বৈশাখী উল্লাস-১৪২৫’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অয়োজন করা হয়। এআইইউবি’র বৈশাখী উল্লাস ১৪২৫ এর বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট (ছাত্র-ছাত্রী বিষয়ক) নাদিয়া আনোয়ার। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
×