ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষামন্ত্রীকে বিভ্রান্তিকর স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৫:৪১, ১৬ এপ্রিল ২০১৮

শিক্ষামন্ত্রীকে বিভ্রান্তিকর স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সমাবেশ

একশ্রেণীর সুবিধাবাদী ঠিকাদার আপত্তিজনক ভাষায় শিক্ষামন্ত্রী বরাবরে শিক্ষা প্রকৌশল অধিদফতর সম্পর্কে বিভ্রান্তিকর স্মারকলিপি প্রদানের প্রতিবাদে গত ১১ এপ্রিল শিক্ষাভবন চত্বরে সমন্বয় পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদফতর, প্রধান কার্যালয়, ঢাকা মেট্রো এবং সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জোনের সর্বস্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সদস্য সচিব আসাদুজ্জামান। সভায় ঠিকাদার সমিতির নামে শিক্ষামন্ত্রী বরাবর দেয়া অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত স্মারকলিপির বিষয়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপস্থিত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য প্রদান করেন। সকল বক্তাই বক্তব্যে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়ে অধিদফতরের কোন হাত নেই এবং দরপত্র চুক্তি অনুযায়ী ঠিকাদারকে অতিরিক্ত মূল্য পরিশোধের কোন সুযোগ নেই বলে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করার প্রারম্ভে সরকারের অব্যাহত উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্যই আপত্তিজনক ও বিভ্রান্তিকর এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×