ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী গুদামে ১২ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ রয়েছে ॥ কামরুল

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ এপ্রিল ২০১৮

সরকারী গুদামে ১২ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ রয়েছে ॥  কামরুল

বিশেষ প্রতিনিধি ॥ বর্তমানে সরকারী গুদামগুলোতে ১২ লাখ মেট্রিক টনের উপরে মজুদ রয়েছে। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বাধিক। রবিবার সকালে খাদ্য অধিদফতরে আয়োজিত আরসি ফুড, ডিসি ফুড এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবার ১ লাখ মে.টন ধান এবং ৯ লাখ মে.টন চাল সংগ্রহ করা হবে। ধান প্রতিকেজি ২৬ টাকা দরে এবং চাল প্রতিকেজি ৩৮ টাকা দরে সংগ্রহ করা হবে। আশা করছি এবার প্রকৃতি বিরূপ হবে না। কালো তালিকাভুক্ত মিলের বিষয়ে মন্ত্রী বলেন, গত আমন মৌসুমে কালো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়নি। এবার আমরা কাউকে হতাশ করতে চাই না। তাদের কাছ থেকে এবার বোরো চাল সংগ্রহ করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচী এবং আমন সংগ্রহ অভিযান সফলভাবে শেষ হয়েছে। সংগৃহীত চালের মানও খুব ভাল। এজন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তবে চলমান বোরো সংগ্রহে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি, অনিয়ম করলে প্রশাসনিক ব্যবস্থাসহ কঠিন শাস্তি প্রদান করা হবে। খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওমর ফারুক, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য অধিদফতরের এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
×