ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত ১৯

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ এপ্রিল ২০১৮

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নারী  শিশুসহ  নিহত ১৯

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয় জন নিহত হয়েছে। অন্যত্র মারা গেছেন আরও ১৩ জন। এর মধ্যে কিশোরগঞ্জে শিশুসহ চার জন, ময়মনসিংহে দুইজন এবং মুন্সীগঞ্জ, বরিশাল, মানিকগঞ্জ, যশোর, গাইবান্ধা, ফটিকছড়ি, কুড়িগ্রামে মারা গেছেন একজন করে। শনি ও রবিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জানা গেছে, নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার নারীসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী থেকে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত টমটম কসনা গ্রামে যাচ্ছিল। এ সময় টমটমটি উপজেলার সরাইগাছী-পোরশা সড়কের কুসরপাড়ায় আসলে সরাইগাছী থেকে পোরশাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটমটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত চার জনকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এদের মধ্যে নিহত তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হলো, উপজেলার কসরা গ্রামের মৃত মুনির উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৪৮), একই গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং বোরা গ্রামের রানার স্ত্রী হিরা বেগম (৬০)। অপরদিকে সকাল সাড়ে ৮টায় জেলার পতœীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় মাছ বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে রমজান আলী (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন, মশবই গ্রামের টোরেলার ছেলে রাতিন (৩০) ও তার স্ত্রী মিনতী (২৫), কোচনা গ্রামের রকিবের ছেলে সিরাজুল (৩২) একই গ্রামের মজিবুরের ছেলে রবিউলসহ অজ্ঞাত ৪ জন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। কিশোরগঞ্জ ॥ কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রবিবার সকালে উপজেলার আগরপুর বাজারের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে। অপরদিকে একইদিন দুপুরে জেলার পাকুন্দিয়ার বরাটিয়া চৌরাস্তায় মোটরসাইকেলে বাবা-মায়ের পাশ থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাবিহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ময়মনসিংহ ॥ নান্দাইল উপজেলায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চার যাত্রী। শনিবার সকাল ১০টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের বড়াইল ভা-ারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২৮) এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে গজারিয়ার বাউশিয়ার পাখির মোড় এলাকার গোমতি ব্রিজের ঢালে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখানের নিমতলি ফিলিং স্টেশন এলাকায় গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ২০ জন আহত হয়। বরিশাল ॥ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার দুপুরে মারা গেছেন মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসা সাইফুল ইসলাম (২৫)। সূত্রমতে, গত ৬ এপ্রিল বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ডে ঈগল পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন হরিসেনা গ্রামের সাহাবুদ্দিন তালুকদারের প্রবাসী পুত্র মোটরসাইকেল চালক সাইফুল ইসলামসহ পাঁচজন। মানিকগঞ্জ ॥ ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় রবিবার বাস-লেগুনা সংঘর্ষে এক লেগুনা যাত্রী নিহত হয়েছে ও আট যাত্রী আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত মিন্টু মিয়া (২৫) ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের মফিদুল ইসলামের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ঢাকাগামী সাউদার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় লেগুনা যাত্রী মিন্টু মিয়া। দুর্ঘটনায় আহত হয় লেগুনার আরও ৮ যাত্রী। আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যশোর ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত হোসেন (১৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার চাচাত ভাই রিফাদ হোসেন আহত হয়। দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেলে যশোর বিমানবন্দর বাইপাস সড়কে। গাইবান্ধা ॥ গাইবান্ধা-নাকাইহাট সড়কের নতুন বাজার এলাকায় শনিবার এক অটোরিক্সায় দুর্ঘটনায় এলিন (১৩) নিহত ও মেহেদী (১২) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত এলিন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পগইল গ্রামের তাজুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পগইল গ্রাম থেকে কিছু কিশোর নববর্ষ উপলক্ষে আনন্দ উৎসব করার লক্ষ্যে অটোরিক্সাযোগে বাড়ি থেকে বের হয়। নতুন বাজার এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এলিন ও মেহেদী ছিটকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাদেরকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এলিন মারা যায়। ফটিকছড়ি ॥ উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি নয়াবাজারের দক্ষিণে ডলু খালের ব্রিজ এলাকায় শনিবার বিকাল সাড়ে ৫ টায় বৈশাবি অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আকিব (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-রংপুর সড়কের ছিনাই বাজারের কাছে বিদ্যুতের পোলবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার বিকালে দুর্ঘটনা ঘটার পরপরই স্থানীয়রা রাস্তায় অবরোধ সৃষ্টি করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
×