ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সে ত্রাণ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ এপ্রিল ২০১৮

ভিডিও কনফারেন্সে ত্রাণ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ এই প্রথমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল দেশের বিভিন্ন কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও যথাসময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। রবিবার তিনি দেশের ১৩ জেলার জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সের মাধ্যমে তিনি আসন্ন দুর্যোগ মৌসুমে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পূর্ব প্রস্তুতি, ত্রাণসামগ্রী রিজার্ভের অবস্থা, সাইক্লোন শেল্টারের অবস্থা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া উপজেলা পর্যায়ে বাস্তবায়িত টিআর, কাবিখা, সোলার প্যানেল, ইজিপিপি, ব্রিজ-কালভাট, এইচবিবিসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কর্মকা-ের বাস্তবায়ন অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় বিভিন্ন কর্মকর্তারা মাঠ প্রশাসনে কাজের প্রতিবন্ধকতা তুলে ধরেন। কোন কোন কর্মকর্তা বলেন, রাজনৈতিক কোন কোন নেতাদের কারণে ভালভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। সচিব বলেন, নিয়ম অনুসারে কাজ করবেন। অযৌক্তিক কোন আবদার শুনবেন না। টিআর, কাবিখা, সোলার প্যানেল, ইজিপিপির প্রকল্প নির্ধারিত ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন সচিব। যেসব উপজেলার প্রকল্পের তালিকা এখনও পাওয়া যায়নি জেলা প্রশাসকের উদ্যোগে দ্রুত প্রকল্প তালিকা প্রস্তুতপূর্বক কাজ শুরু করার অনুরোধ করেন শাহ্ কামাল। জেলা প্রশাসকদের ঢেউটিনের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে বরাদ্দকৃত ঢেউটিন সাধারণভাবে বরাদ্দ না দিয়ে শুধু দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য বরাদ্দ দিতে অনুরোধ করেন তিনি। এ বছর কালবৈশাখী, বজ্রপাত ও টর্নেডোর আশঙ্কার কথা উল্লেখ করে তিনি জেলা প্রশাসকদের পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতার উদ্যোগ নিতে বলেন। গত বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ইজিপিপি প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের পরামর্শ দেন সচিব। এইচবিবি প্রকল্পের রাস্তা ১ মাসের মধ্যে কাজ শেষ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। দুর্যোগ মৌসুমকে সামনে রেখে দ্রুত জেলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে আজ অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স থেকে তিনি গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ভোলা, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নড়াইল, নওগাঁ, সিরাজগঞ্জ ও কুমিল্লা জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমদ, বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব জেলার সঙ্গে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
×