ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখেও নোংরা রাজনীতিতে মেতে ওঠে বিএনপি

প্রকাশিত: ০৫:৩০, ১৬ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখেও নোংরা রাজনীতিতে মেতে ওঠে বিএনপি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিএনপি সহ্য করতে পারছে না। তাই পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভাল লাগেনি। বৈশাখেও তারা নোংরা রাজনীতিতে মেতে উঠে। রবিবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ধর্ম বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে কিছু করতে না পেরে বিএনপি হতাশার সাগরে ডুবে গেছে। হতাশার কারণেই বিএনপি আবোলতাবোল বকছে। তিনি বলেন, সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নতুন করে আন্দোলন গড়ে তোলার যে রঙিন খোয়াব দেখেছিল, তা প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণার মধ্য দিয়ে কর্পূরের মতো বাতাসে উবে গেছে। তাদের আর কোন নতুন ইস্যু নেই। তাদের মাঠে নামার কোন অবস্থাও নেই। সেতুমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে সেলিব্রেশন, কালারফুল লাখ লাখ, কোটি কোটি নর-নারীর উপস্থিতি এবং গ্রাম পর্যায়ে আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। এ দিনে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বিএনপিকে কটাক্ষ করে কোন বক্তব্য রাখেননি, কোন রাজনৈতিক বক্তব্য দেননি। আমি নিজে বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তাতে বিরোধীপক্ষকে আক্রমণ করা হয়নি। অথচ পহেলা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছিল। এটা অত্যন্ত দুঃখজনক। এত সুন্দর একটা পহেলা বৈশাখও তারা নোংরা রাজনীতির কাজে লাগিয়েছে। তিনি বলেন, বিএনপি তাদের অন্ধ রাজনীতি উৎসবের কাজে লাগিয়েছে। বিএনপি যে কুরুচিপূর্ণ রাজনীতি করে, এটা তার বহির্প্রকাশ। বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি ॥ ওবায়দুল কাদের বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আগামী ২২ এপ্রিল সেদেশে সফরে যাবেন। ২০ সদস্যের প্রতিনিধিদলটি ২৩ এপ্রিল ‘পার্টি টু পার্টি’ আলোচনায় অংশ নেবেন। পরে ২৪ তারিখ প্রতিনিধিদল ঢাকায় ফিরবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, দলের সাধারণ সম্পাদক হিসেবে তার নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন- দলের সভাপতিম-লীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম কবির রাব্বানী ও এস এম কামাল হোসেন। এখনও একটি চক্র নানামুখী চক্রান্তে লিপ্ত ॥ এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মহানগর আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখনও একটি চক্র ইতিহাস মুছে ফেলার নানামুখী চক্রান্ত-ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। নতুন বছরে কোন অশুভ শক্তি যেন ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালী জাতির ইতিহাসে ভরপুর বীরত্ব গাথা যেমন রয়েছে, তেমনই বিশ্বাস ঘাতকের ইতিহাসও রয়েছে। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালীর বীরত্বের ইতিহাস কেড়ে নিতে চেয়েছে। নতুন বছরে দেশবিরোধী সব অশুভশক্তিকে প্রতিহত করতে হবে। শোভাযাত্রায় তারুণ্যের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি বলেন, আমাদের বিশ্বাস, এরাই অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। অশুভশক্তির মোকাবেলা করেই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানরর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য রাখেন।
×