ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি নির্বাচনে ৫ মেয়র প্রার্থীই বৈধ

প্রকাশিত: ০৫:১০, ১৬ এপ্রিল ২০১৮

খুলনা সিটি নির্বাচনে ৫ মেয়র প্রার্থীই বৈধ

স্টাফ রিপোর্টর, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদের পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুদিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রবিবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মেয়র পদের জন্য মনোনয়ন জমাদানকারী ৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করেন। কেসিসি নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি সদ্য পদত্যাগকারী সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলটির নগর শাখার সদস্য সচিব এস এম শফিকুর রহমান (মুশফিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নগর কমিটির সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক এবং সিপিবি মনোনীত পার্টির নগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রবিবার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং সাধারণ কাউন্সিলরের ৩১টি ওয়ার্ডের মধ্যে ১নং থেকে ১০ নম্বর ওয়ার্ডের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বাকি ওয়ার্ডের মনোনয়নপত্র আজ সোমবার যাচাই-বাছাই করা হবে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৯ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
×