ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবে গেছে

প্রকাশিত: ০৫:০৯, ১৬ এপ্রিল ২০১৮

সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবে গেছে

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট ও মংলা থেকে ॥ সুন্দরবনের শ্যালা নদীর হাড়বাড়িয়ায় পয়েন্টে সাড়ে ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি নিলয়-২ নামে একটি জাহাজ ডুবে গেছে। রবিবার সকালে ডুবোচরে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ওই জাহাজের চালক আনিসুর রহমান জানিয়েছেন। চালক আনিছুর রহমান জানান, মংলা বন্দরের সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গস্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে রবিবার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্দেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২। এরপর কিছু দূর এগুলেই ডুবোচরে ধাক্কা লেগে লাইটারটি ডুবে যায়। এ সময় নৌযানের সকল কর্মচারীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মংলা বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। মংলা বন্দর থেকে ১০ নটিক্যাল মাইল দূরে হাড়বাড়িয়া এলাকায় ‘এমভি বিলাস’ নামে কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যায়। কার্গোটি একটি বিদেশী জাহাজ থেকে কয়লা খালাস করে চরে আটকে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে মালিক পক্ষ। মংলা বন্দরের হারবার বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোঃ ওলিউল্লাহ জানান, ‘গত ১৩ এপ্রিল লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ অবজারস্টোর ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে কয়লা নিয়ে মংলা বন্দরের হারবার এলাকায় অবস্থান করে। এ জাহাজ থেকেই ৭৭৫টন কয়লা খালাস করে খুলনার নোয়াপাড়ার উদ্দেশে যাওয়ার পথে শনিবার রাত ৩টার দিকে এমভি বিলাস হাড়বাড়িয়ার ৫ নাম্বার বয়া ও ৬ নাম্বার বয়ার মাঝামাঝি কিনারার চরে আটকে যায়। পরে ভাটা শুরু হলে কার্গো জাহাজটি একপাশ কাত হয়ে ডুবে যায়। তবে জাহাজটিতে থাকা ৭ নাবিক সাঁতরিয়ে কিনারায় উঠতে সক্ষম হওয়ায় কেউই হতাহত হয় নি। এক প্রশ্নের জবাবে হারবার মাস্টার বলেন,‘ এমভি বিলাস কার্গো জাহাজটির মালিক ঢাকার বাসিন্দা দুলাল এন্টারপ্রাইজের দুলাল। নিয়ম অনুযায়ী প্রথমে তারা উদ্ধার তৎপরতা চালাবেন। ব্যর্থ হলে সেটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে ওই কোম্পানিকে আমরা একটা চিঠি পাঠিয়েছি। তাদের (দুলাল এন্টারপ্রাইজ) পক্ষ থেকে জানানো হয়েছে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এদিকে কর্গো ডুবির ঘটনায় মূল চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোন বিঘœ ঘটছে না বলেও জানান এ হারবার মাস্টার।
×