ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ হাজার লোকের মেজবান

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ এপ্রিল ২০১৮

২০ হাজার লোকের মেজবান

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ এপ্রিল ॥ চারদিকে সাজসাজ রব। আলোকসজ্জায় ঝলমল। বিশাল প্যান্ডেল। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে এ জমকালো আয়োজন। শত বছর ধরে বংশ পরম্পরায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে চলে আসছে এ আয়োজন। এরই ধারাবাহিকতায় এবারও গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার খন্দকার বাড়িতে ২০ হাজার লোকের মেজবানের ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে এ মেজবানের আয়োজন করা হয়। তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিবছর পহেলা বৈশাখে খন্দকার বাড়ির পক্ষ থেকে বৈশাখী আয়োজন করা হয়। এ আয়োজনে দলমত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এটি তাদের শতবছর ধরে তার বাপ-দাদারা এ আয়োজন করে আসছে।
×