ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে গরুর হাট ইজারা নিয়ে হামলা , ভাংচুর আহত ১৫

প্রকাশিত: ০৪:৫২, ১৬ এপ্রিল ২০১৮

নড়াইলে গরুর হাট  ইজারা নিয়ে  হামলা , ভাংচুর আহত ১৫

নিজস্বসংবাদদাতা, নড়াইল ১৫ এপ্রিল ॥ গরুর হাট ইজারা নিয়ে নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, নড়াগাতি থানার পহরডাঙ্গা এলাকায় বাংলা নতুন বছরে (১৪২৫ বঙ্গাব্দ) গরুর হাট ইজারা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর শেখ ও ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম সিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার বাংলা নববর্ষের প্রথম হাট বসলে হাফিজুর শেখের লোকজন দুপুরে হাটে যাওয়ার চেষ্টা করলে সেলিম সিকদারের লোকজন বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রসহ লাঠি ও ঢাল সড়কি দিয়ে হাফিজুর শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। পহরডাঙ্গা বাজারে অবস্থিত আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয় এবং পাশের চায়ের দোকানসহ একটি মুদি ও মিষ্টির দোকান ভাংচুর করে। হামলায় ১৫ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×