ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ক্রেন ভেঙ্গে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫০, ১৬ এপ্রিল ২০১৮

রাজশাহীতে ক্রেন  ভেঙ্গে দুই  শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে নির্মাণাধীন বহুতল ভবনের ক্রেন ভেঙ্গে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে রাজশাহীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর ঠাকুরমারা সুতাহটি এলাকার সেলিম ইসলামের ছেলে মোস্তাজুল ইসলাম (২২) এবং পাবনার ঈশ্বরদীর মোসলেম উদ্দিনের ছেলে বাবু মিয়া (৩৫)। এদের মধ্যে মোস্তাজুল ইসলাম মিক্সার মেশিনের সহকারী হিসেবে কাজ করছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মারা যান বাবু। তারা দুজন কোরিয়ান সহায়তা সংস্থা কোইকার অর্থায়নে নির্মিত রাজশাহী টিটিসির ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের ভাড়া করা কর্মী ছিলেন। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে মুক্তা কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, বাইরের একটি প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্ট নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। সকাল ৮টা থেকে শুরু হয় তৃতীয় তলার কাজ। সেখানে ক্রেনে করে নির্মাণ সামগ্রী তুলছিলেন কর্মীরা। সকাল সোয়া ৯টার দিকে স্যাফট ভেঙ্গে ক্রেনটি নিচের মিক্সার মেশিন ঘেঁষে পড়ে। এ সময় সেখানে কর্মরত মোস্তাজুল মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মারাত্মকভাবে আহত হন আরেক কর্মী বাবু। রামেক হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। শ্রমিকরা জানান, কোন ধরনের নিরাপত্তা ছাড়াই নিচে কাজ করছিলেন কর্মীরা। এছাড়া কাজ শুরুর আগে যন্ত্রাংশ পরীক্ষা করেও দেখেননি সংশ্লিষ্টরা। এতে দুর্ঘটনায় মারা গেছেন ওই দুই শ্রমিক। তবে কর্মীদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে দাবি করেন নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
×