ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ বছরই নগরীতে দৃশ্যমান পরিবর্তন আসবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ এপ্রিল ২০১৮

এ বছরই নগরীতে  দৃশ্যমান পরিবর্তন  আসবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, এ বছরের মধ্যেই নগরীতে দৃশ্যমান পরিবর্তন আসবে। পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন শহর গড়ার ক্ষেত্রে নিজের উদ্যোগের কথা জানিয়ে তিনি এ ব্যাপারে নাগরিকদের সচেতনতা এবং সহায়তাও কামনা করেন। চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেল থেকে কাজির দেউড়ি মোড় পর্যন্ত এলাকার সৌন্দর্যবর্ধন এবং সবুজায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার সন্ধ্যায় এ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কারণ, এ শহর আমাদের সকলের। নাগরিকদের সচেতনতা কামনা করে চসিক মেযর বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা মোটেও কাম্য নয়। উন্নত বিশ্বের কোন শহরে যেখানে সেখানে ময়লা ফেলে না সাধারণ মানুষ। কিন্তু আমাদের দেশের চিত্র তা নয়। ঘরের জানালা থেকে ময়লা ছুঁড়ে ফেলা হয়। এতে ভরাট হয় নালা, নোংরা হয় সড়ক। তিনি নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানিয়ে বলেন, তাহলেই নগরী পরিচ্ছন্ন থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মোঃ সলিমউল্লাহ বাচ্চু, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের পরিচালক (বিক্রয় ও বিপণন) এনামুল হক এবং ব্র্যান্ড কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান রিয়াদ।
×