ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে সাবেক মেম্বর খুন

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ এপ্রিল ২০১৮

পিরোজপুরে সাবেক মেম্বর খুন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৫ এপ্রিল ॥ মঠবাড়িয়ায় দুর্বৃত্তের অস্ত্রের কোপে আব্দুল লতিফ ঘরামী নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ইদ্রিস ঘরামী নামে এক যুবক আহত হন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আন্দারমানিক গ্রামের তুলাতলায় এ ঘটনা ঘটে। নিহত লতিফ ঘরামী উপজেলার সবুজ নগর গ্রামের মজিদ ঘরামীর ছেলে। আহত ইদ্রিস ঘরামী একই বাড়ির মোঃ আলেক ঘরামীর ছেলে। জানা গেছে, লতিফ একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দেয়ার জন্য প্রতিবেশী ভাতিজা ইদ্রিস ঘরামীকে সঙ্গে নিয়ে ভোর রাতে বাড়ি থেকে বের হন। তুলাতলা এলাকায় পৌঁছালে ১২/১৫ জনের একটি দুর্বৃত্তের দল তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাদের সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। বরিশাল নেয়ার পথে আব্দুল লতিফ মারা যান। নওগাঁয় যুবক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার রাত ৮টার দিকে নওগাঁয় শাহীন (২৮) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শাহীন সদর উপজেলার বোয়ালিয়া মাদ্রাসা পাড়ার মৃত তজু খন্দকারের ছেলে বলে জানা গেছে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সমিত কুমার ক-ু বলেন, রাতে নওগাঁ শহর থেকে বাড়ি ফেরার সময় নওগাঁ বাইপাস তালতলীতে দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে স্কুলছাত্র ও গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর কাউনিয়া এলাকার একটি ডোবা থেকে রবিবার দুপুরে তৃতীয় শ্রেণীর ছাত্র বেল্লাল শেখের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল নগরীর গগন গলি এলাকার বাসিন্দা আব্দুর রব শেখের পুত্র ও স্থানীয় মৎস্য শ্রমিক প্রাথমিক বিদ্যালয়েরর তৃতীয় শ্রেণীর ছাত্র। রবিবার সকাল নয়টার দিকে বাসা থেকে বের হয়ে বেল্লাল নিখোঁজ হয়। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পান্ডব নদীর তীর থেকে শনিবার সন্ধ্যায় মরিয়ম বেগম (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মরিয়ম কলসকাঠী এলাকার রফিক মীরের স্ত্রী। সে গত দুইদিন যাবত নিখোঁজ ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। রূপগঞ্জে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে জমির আলী (৩৪) নামে এক দই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দক্ষিণ রূপসী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন জমির আলীকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করে। জমির আলী দক্ষিণ রূপসী এলাকার মৃত আজগর আলীর ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, রবিবার সকালে দক্ষিণ রূপসী এলাকার শীতলক্ষ্যা নদীতে জমির আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে লাশটি উদ্ধার করে। মংলায় যুবক নিজস্ব সংবাদদাতা মংলা থেকে জানান, পহেলা বৈশাখে মংলায় চিংড়ি ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামে বিলের একটি চিংড়ি ঘের থেকে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এলাকার ইউপি সদস্য আশিক জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় ভুবন মোহন হালদারের ছেলে দেব রঞ্জন হালদার (৫৫) রাতের খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়ে। মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামে একই বাড়িতে বসবাস করে শ্যালক সত্যেন হালদার ও দেব রঞ্জন হালদারের পরিবার। শ্যালক সত্যেন হালদার এবং দেব রঞ্জন হালদার একই খাটে ঘুমানো ছিল। দুর্বৃত্তরা কখন তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে খুন করা হয়েছে তা বলতে পারেনি শ্যালক সত্যেন হালদার। বেলা ১১টার দিকে দেব রঞ্জর হালদারে বাড়ির পশ্চিম-উত্তর দিকে, এলাকবাসী বিলের একটি চিংড়ি ঘেরের মধ্যে বস্তা ভাসতে দেখে। সেখানে গিয়ে বস্তার মধ্যে হাত-পা বাঁধা ও তার মধ্যে ইট দিয়ে ডুবানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোর নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, খালিয়াজুরি উপজেলা সদরে অবস্থিত উপজেলা কমপ্লেক্স ভবন থেকে শনিবার এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। ওই কিশোরের নাম শামীম মিয়া (১৬)। সে খালিয়াজুরি সদরের পশ্চিমপাড়া গ্রামের খুসমান মিয়ার ছেলে।
×