ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেশমি মির্জার ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’

প্রকাশিত: ০৪:৩৩, ১৬ এপ্রিল ২০১৮

রেশমি মির্জার ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি প্রকাশিত হয়েছে পাওয়ার ভয়েস খ্যাত সঙ্গীতশিল্পী রেশমি মির্জার ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’ এর মিউজিক্যাল ফিল্ম। ‘ঘুম ভাঙ্গে ভাঙ্গা কাচে, ভাঙ্গা বুকে স্বপ্ন নাচে, খোদা দিলো, খোদা নিলো, জলন্ত জখম দুচোখে তার, স্বপ্ন ভেঙ্গে চুরমার’, ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’ গানের মুখ। লোকগানের শিল্পী হিসেবেই পরিচিত রেশমী মির্জার দ্বিতীয় আধুনিক গান এটি। সম্প্রতি রাজধানী বেইলি রোডের একটি রেস্টুরেন্টে এ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পায়। জুলফিকার জাহেদীর কথা ও সুরে, মীর মাসুমের সঙ্গীত আয়োজনে মিউজিক্যাল ফিল্মটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ অভিনেত্রী জাহারা মিতু। গানটি প্রসঙ্গে রেশমী বলেন, লোকগান করলেও আধুনিক গানের প্রতিও আলাদা একটা টান আছে। জুলফিকার ভাইয়ের গানটি শোনার পরই মনে ধরে যায়। আধুনিক হলেও কথা-সুর-সঙ্গীতায়োজনের ক্ষেত্রে তারা আমার কণ্ঠের বিষয়টি মাথায় রেখেছেন। গাওয়ার অভিজ্ঞতাও চমৎকার। ঘণ্টা দেড়েকের মধ্যে পুরো ভয়েস দিয়েছি। সব মিলিয়ে ভাল একটা কাজ দাঁড়িয়েছে।’ ক্যারিয়ারের শুরু থেকেই স্টেজে নিয়মিত খুলনার এই গায়িকা। রেশমী মির্জা প্রথম গানের মিউজিক ভিডিও ছিল ‘নিন্দুক’ এ গানটি রেশমীর প্রথম একক। ‘মাটি’ শিরোনামের এ্যালবামটি ২০১৫ সালে বাজারে আসে। ‘রেশমী ও মাটি’ এ্যালবামের কাজ করতে গিয়েই সেই নামে ব্যান্ড গড়ে ফেলেন। একক কাজের পাশাপাশি ব্যান্ডের সঙ্গেও কাজ করেন নিয়মিত। রেশমী জানান, এখন থেকে সিঙ্গেল গানে মনোযোগী হবেন। নিজে তৈরি করার পাশাপাশি অন্যদের আয়োজনেও কণ্ঠ দেবেন, যাতে শ্রোতাদের মাঝে আরও ছড়িয়ে যেতে পারেন। পাওয়ার ভয়েসের মূল প্রতিযোগিতায় ২০১৪ এর সেরা দশে জায়গা করে নেয়া তরুণ সঙ্গীতশিল্পী রেশমী মির্জা। নিজের সঙ্গীত মেধা ও সুরেলা কণ্ঠের মাধ্যমে ইতোমধ্যে দর্শক শ্রোতার মধ্যে খুব ভালভাবেই জায়গা করে নিয়েছেন, স্টেজ শো নিয়ে কাটছে তার বর্তমান সঙ্গীত ব্যস্ততা।
×