ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রপরিচালক ফজল আহমেদ বেনজীর আর নেই

প্রকাশিত: ০৪:৩৩, ১৬ এপ্রিল ২০১৮

 চিত্রপরিচালক ফজল আহমেদ বেনজীর আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সফল চিত্রপরিচালক ফজল আহমেদ বেনজীর আর নেই। শুক্রবার রাত ৩টার দিকে তিনি রাজধানীর খিলক্ষেতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায় বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফজল আহমেদ বেনজীরের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘আকাশ কুসুম’, ‘প্রেমের প্রতিদান’, ‘শিরি ফরহাদ’, ‘ওমর আকবর’, ‘প্রিয় শত্রু’, ‘টারজান কন্যা’, ‘রাজা জনি’, ‘আপন পর’ প্রভৃতি। তিনি একজন পেশাদার চিত্র পরিচালক হলেও ১৯৯৫ সালের ১১ মে তার প্রিয়পুত্র সাবিদ আহমেদকে নৃশংসভাবে হত্যা করার পর অনেকটাই ভেঙ্গে পড়েন এবং তিনি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। পুত্রশোক সইতে না পেরে শেষ পর্যন্ত তিনি নানা ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাসাতেই শয্যাশায়ী ছিলেন। তাঁর স্ত্রী শিরিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
×