ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমটিবি’র স্টুডেন্ট ব্যাংকিং সেবার যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৩০, ১৬ এপ্রিল ২০১৮

এমটিবি’র স্টুডেন্ট ব্যাংকিং সেবার যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিক্ষার্থীদের জন্য চার ধরনের আমানত স্কিম ও দুটি ফাইন্যান্স সুবিধা চালু করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা লাইফস্টাইল বেনিফিট্স-এর জন্য ডিসকাউন্ট, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট, স্টুডেন্ট ফাইল প্রোসেসিং ফিতে ডিসকাউন্ট এবং কমপ্লিমেন্টারি ইনস্যুরেন্স কাভারেজ সুবিধা পাবেন শিক্ষার্থীরা। রবিবার রাজধানীর বাংলামোটরে এমটিবি টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে চালু হয়। এতে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার মো: হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এসএসই ও রিটেইল ব্যাংকিং তারেক রিয়াজ খান, হেড অব রিটেইল বিজনেস তৌফিকুল আলম চৌধুরী এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার আজম খান। এমটিবি-এর স্টুডেন্ট ব্যাংকিং সেবাসমূহের মধ্যে রয়েছে এমটিবি জুনিয়র, এমটিবি গ্রাজুয়েট, এমটিবি চিলড্রেন এডুকেশন ডিপোজিট স্কিম, এমটিবি এডুকেশন প্লান, এমটিবি এডু ফাইন্যান্স এবং এমটিবি স্টুডেন্ট ফাইল সার্ভিসেস।
×