ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:২৮, ১৬ এপ্রিল ২০১৮

 বাণিজ্য বাড়াতে তুরস্কের সঙ্গে  মুক্ত বাণিজ্য চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বছরে ১১১ কোটি ডলার। এটি দু’বছরেই কমপক্ষে দ্বিগুণ করা সম্ভব বলে মনে করেন দু’দেশের ব্যবসায়ীরা। এজন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চান তারা। কিন্তু দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ না হওয়ায় এখনো নানা সংকটে ব্যবসায়ীরা। অথচ মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএ হলে তুরস্কে বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানীই ছাড়াবে দ্বিগুণ। গত অর্থবছরে বাংলাদেশ তুরস্কে ৯৩ কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি করেছে ১৮ কোটি ডলারের পণ্য। দ্বিপাক্ষিক বাণিজ্য বাংলাদেশের অনুকূলে ৭৫ কোটি মার্কিন ডলার। তুরস্কে বাংলাদেশ রপ্তানি করে ওভেন গার্মেন্টস, নীটওয়্যার, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, ম্যানমেড ফিলামেন্টস, স্টেপল ফাইবারস ও সিরামিক পণ্য। আর তুরস্ক থেকে আসে যন্ত্রপাতি, বৈদ্যুতিক সামগ্রী,কার্পেট, বস্ত্র, রাসায়নিক, প্লাস্টিক ও রাবার উপাদান। মুক্তবাণিজ্য চুক্তি না থাকায় তুরস্ক বাংলাদেশী পণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করে। এতে দেশটিতে বাংলাদেশী পণ্য রপ্তানি আশানুরূপ বাড়তে না পারায় হতাশ ব্যবসায়ীরা। সংকট কাটাতে উভয় দেশের সরকার মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হলেও তা আটকে আছে অজানা লাল ফিতায়।
×