ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলন ভিন্নখাতে প্রবাহের চেষ্টা ভন্ডুল হয়ে গেছে- নাসিম

প্রকাশিত: ০৭:৫৭, ১৪ এপ্রিল ২০১৮

কোটা আন্দোলন ভিন্নখাতে প্রবাহের চেষ্টা ভন্ডুল হয়ে গেছে- নাসিম

স্টাফ রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা ভন্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন হতে পারে, যে কোন ইস্যু নিয়ে। কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মানুষ যখন ঘুমিয়ে পড়েন, দুর্বৃত্তরা তখন মুখোশ পড়ে ভিসির বাড়িতে হামলা করে। তারা ছাত্র হতে পারে না, হামলাকারীরা ক্রিমিনাল। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদার উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের যেকোন মূল্যে বের করতে তদন্ত চলছে। হামলাকারীরা চেয়েছিল আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সেই অপচেষ্টা ভন্ডুল হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।
×