ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে অগ্নিকান্ডে ছয় বাংলাদেশীসহ সাতজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৬, ১৪ এপ্রিল ২০১৮

সৌদি আরবে অগ্নিকান্ডে ছয় বাংলাদেশীসহ  সাতজনের মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকান্ডে ছয় বাংলাদেশীসহ সাত নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন বাংলাদেশী। খবর বিবিসির। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারওয়ার আলম জানান, সকাল ৭টার দিকে রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার একটি ভবনে অগ্নিকা-ে হতাহতের এ ঘটনা ঘটে। হাতহতদের রিয়াদের সিমুচি হাসপাতালে নেয়া হয়। সেখানে গিয়ে নিহত ছয় বাংলাদেশীর পরিচয় নিশ্চিত হন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শফিকুল ইসলাম। তিনি জানান, আগুনে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও সিলেটের জোবায়ের (৪৫) মারা গেছেন। তবে মোঃ আলামিন নামে নিহতদের একজন সহকর্মী বলেন, তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে।“ওই কক্ষে সাতজন বাংলাদেশী থাকতেন। তারা সবাই মারা গেছেন।” সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা এসএবিকিউও এ ঘটনায় সাতজন প্রবাসী শ্রমিকের মৃত্যুর খবর দিয়েছে। রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে, সে সময় ভবনে ৪৫ জন ছিলেন। ভবনটিতে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোন পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে। এ দুর্ঘটনায় আহত পাঁচজন বাংলাদেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লেবার কাউন্সিলর সারওয়ার আলম জানিয়েছেন।
×