ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবিউল হুসাইন

প্রথম মাসের প্রথম দিনে

প্রকাশিত: ০৭:০৩, ১৪ এপ্রিল ২০১৮

প্রথম মাসের প্রথম দিনে

দরজাটায় তালা দেয়া বন্ধ কেন কী ব্যাপার দরজা যে-মনের প্রতীক কেন দরকার এমন করার মনকে যদি দরজা ভাবি চোখ আমাদের জানলা মন আর চোখ বন্ধ হলে আঁধারে সব বন্দীশালা দরজাটা থাকবে খোলা মনও তেমন মুক্ত অসীম জানলা দিয়ে দেখতে পাবো উত্তর দক্ষিণ পুব পশ্চিম দরজা জানলা খুলে রাখলে মন আর চোখে আলো হাওয়া বয়ে যাবে অবিরত সবার সেটাই পরম পাওয়া তাই প্রতিজ্ঞা সবাই করি সারা জীবন সারা বেলা রাখবো খোলা সব সময় মন দরজা আর চোখ-জানলা বাংলা সনের নববর্ষে প্রথম মাসের প্রথম দিনে বাঙালি সব জেগে উঠুক আপন উৎসে মনে প্রাণে।
×