ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নুরুন্নাহার শিরীন

আম কুড়ানো জাম কুড়ানো বেলা

প্রকাশিত: ০৭:০২, ১৪ এপ্রিল ২০১৮

আম কুড়ানো জাম কুড়ানো বেলা

॥ এক ॥ আয় দেখে যা সোনামণির দল- আবার এসেছে বৈশাখী ঝড়বাদল। ওই যে পড়শিদের ছাদে- ওই তো আমের কুঁড়ি দুই হাতে- নিয়েছে মেঘের বুড়ি- চলো না বুড়ির সনে আজ ভাব করি। ॥ দুই ॥ তোমরা জানো না ওগো সোনামণি- আমাদের কালে ঝড়বাদলের ধ্বনি- শুনে ছুটেছি আমের বনে- ছুটেছি জামের বনে। সখীরা কে কত আনন্দ কিনতাম- আনন্দ কিনে ঘরে ফিরতাম। ॥ তিন ॥ আজ তোমরা কাটাও ঘরবন্দী- বিস্তর গেইম চ্যানেল সঙ্গী- চারপাশে বাজে লোকজন- তাই মায়ের বারণ। তবুও সোনামণিরা দেখোÑ আকাশতলে বৈশাখী ঝড় দেখো। ॥ চার ॥ এ দেশে ঢাকের বাদ্যের সুরে- কত যে খুশির ঘুড়ি লাল-নীল ওড়ে চলো গো সোনামণির দল- জানলাটা খুলে দেখি মুখর আকাশতল। মা-বাবার হাত ধরে চলো না মেলায়- হাজার ভাই-বোনের মিলনমেলায়। ॥ পাঁচ ॥ ও সোনামণি বলি যে শোনো- আম কুড়ানি দিনের গানগুলো শোনো। শত জাম ঝরা বাতাসে-বাতাসে এ দেশের সোনাঝুরি বৈশাখ আসে। ও সোনামণি বৈশাখী ডাকে- হৃদয় কী আর ঘরে বসে থাকে!
×