ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ এপ্রিল ২০১৮

দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

অধ্যায় - ৪ ॥ কাজ, ক্ষমতা ও শক্তি জ্ঞানমূলক প্রশ্নোত্তর ০১। কাজ কাকে বলে? উত্তর : বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ হলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ০২। কাজের একক কী? উত্তর : জুল ০৩। একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? উত্তর : বিভব শক্তি ০৪। এক জুল = কত ক্যালরি? উত্তর : ০.২৪ ক্যালরি ০৫। কাজ কী রাশি? উত্তর : স্কেলার রাশি ০৬। একটি বস্তুকে সুতায় বেধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত? উত্তর : শূন্য ০৭। কাজের সমীকরণ লিখ। উত্তর : কাজ = বল সরণ ০৮। কাজের মাত্রা সমীকরণ লিখ। উত্তর : [ML2T-2] ০৯। একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? উত্তর : বিভব শক্তি ১০। ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে? উত্তর : গতিশক্তি ১১। বিভব শক্তির একক কী? উত্তর : জুল ১২। তীর ছোড়ার পূর্ব মুহূর্তে তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে? উত্তর : বিভব শক্তি ১৩। শক্তি কাকে বলে? উত্তর : কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ১৪। ঢিল ছুড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে? উত্তর : গতি শক্তি ১৫। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কী? উত্তর : আলোক শক্তি ১৬। বিভব শক্তি কীসের উপর নির্ভর করে? উত্তর : বস্তুর ভর ও উচ্চতার উপর ১৭। কোনো গাড়ির বেগ তিনগুণ করা হলে প্রাপ্ত গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ? উত্তর : নয় গুণ ১৮। গতিশক্তির একক কী? উত্তর : জুল ১৯। ১ জুল কাকে বলে? উত্তর : কোনো বস্তুর উপর ১ঘ বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ১স হয় তবে যে পরিমাণ কৃতকাজ হয় তাকে ১ জুল বলে। ২০। শক্তির মাত্রা লিখ। উত্তর : ML2T-2 ২১। কাজ কোন ধরনের রাশি? উত্তর : স্কেলার রাশি ২২। গতিশক্তি নয় গুণ হলে বস্তুর বেগ কত হবে? উত্তর : তিন গুণ ২৩। অভিকর্ষ বিভবশক্তির মাত্রা লিখ। উত্তর : ML2T-2 ২৪। বস্তু যত নিচে পড়তে থাকে তার বিভবশক্তি কিরূপ হয়? উত্তর : কমতে থাকে ২৫। বিভবশক্তি বৃদ্ধি করতে হলে কিরূপ কাজ করতে হয়? উত্তর : বলের বিপরীতে
×