ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় রেলের জমিতে ফাটল

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ এপ্রিল ২০১৮

খুলনায় রেলের জমিতে  ফাটল

স্টাফ রিপোর্টার ॥ খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় পুরাতন রেলের জমিতে গড়ে উঠা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রূপসা নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার পানির লাইন যাওয়ার কারণে এ বিপর্যয়। ওয়াসা জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ করছে তারা। সরেজমিনে দেখা যায়, হঠাৎ করে ৩ দিন আগে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা নদী সংলগ্ন বাগমারা এলাকার প্রায় অর্ধশত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে, দেয়াল এবং ছাদে ফাটল দেখা দেয়। কোন কোন বসতঘরের মেঝে দেবে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে ধসে পড়ার আশঙ্কায় অনেক পরিবার আতঙ্কিত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আবার অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। নদীর তলদেশ দিয়ে খুলনা ওয়াসার চলমান পাইপ লাইন বসানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসী বলেন, ‘নিচে থেকে সাপ্লাইয়ের পাইপ গিয়েছিল, তাই দেবে গেছে।’ আরেকজন বলেন, ‘তার সারে তিনটার সময় ঝপাৎ করে দেয়াল ধসে পরে। পরে আমরা আজকে বাসা পাল্টাচ্ছি।’ এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল বলেন, ‘চীনারা যে প্রকল্প করেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমাধানের ব্যবস্থা করছি।’ অবশ্য ওয়াসা কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। খুলনা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ বলেন, ‘১৬টা জায়গার মেজারমেন্ট আমরা শেষ করেছি। বাকিগুলোর কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা করছি।’ খুলনা ওয়াসা মোল্লাহাট উপজেলার মধুমতি নদী থেকে রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপ লাইন স্থাপনের কাজ করছে।
×