ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে উড়াল সড়কের নিচে সৌন্দর্য বর্ধন

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে উড়াল সড়কের নিচে সৌন্দর্য বর্ধন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভার ঘিরে ফের সৌন্দর্য বর্ধন করবে সিডিএ। নিচের ডিভাইডার অংশে লাগানো হচ্ছে নানা জাতের ফুল গাছ। থাকবে বিনোদনের নানা ব্যবস্থা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির তাগিদ দিলেন নগরবিদরা। চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান উড়াল সড়কের নিচের আইল্যান্ড। যেখানে সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় গেল ২৩ ফেব্রুয়ারি লাগানো হয় নানা প্রজাতির ফুল গাছ। যার বেশিরভাগই এখন মৃত। এসব গাছ লাগিয়েই মূলত ঘটা করে উদ্বোধন করা হয় প্রকল্পটির। তবে ঠিকমতো পরিচর্যা না করায় ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ছে। ফলে সিডিএর উদ্যোগকে স্বাগত জানালেও শুরুতেই এমন অবহেলায় হতাশ নগরবাসী।
×