ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে গ্রামবাসী পিটিয়ে মেরেছে মেছো বাঘ

প্রকাশিত: ০৬:১৭, ১৪ এপ্রিল ২০১৮

বোয়ালখালীতে গ্রামবাসী  পিটিয়ে মেরেছে  মেছো বাঘ

চট্টগ্রাম অফিস/বোয়ালখালী সংবাদদাতা ॥ বোয়ালখালী উপজেলার ঘোষখীল গ্রামে শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। গ্রামের মুসল্লিরা লাঠি হাতে করে মসজিদে যান। অনেকে ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বের হন না বাঘ আতঙ্কে। শুক্রবার সকালে গ্রামবাসী পিটিয়ে মেরেছে একটি মেছো বাঘ। স্থানীয় ইছহাক মাস্টারের বাড়ির শামসুন নাহার ও আরিফা বেগম জানান, গত এক মাস ধরে এ বাঘ আতঙ্কের মধ্যে রয়েছেন উপজেলার মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামবাসী। বেশ কয়েকদিন ধরে ৫-৬টি বাঘ গ্রামের নির্জনস্থানে, জঙ্গলের ধারে ওঁৎপেতে থাকে। একা পেলে হামলে পড়ে। এতে আহতও হয়েছেন অনেকে। এরপর থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে বাঘ আতঙ্ক। ঘরের হাঁস-মুরগি, ছাগল খেয়ে সাবাড় করে দিচ্ছিল বাঘ। শুক্রবার সকালে গ্রামের কিশোর-যুবকরা খালপাড়ের জঙ্গলে হানা দিয়ে একটি বাঘ পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান স্থানীয় কামরুল হাসান। তবে এতদিন চিতাবাঘ বলা হলেও তা আসলে মেছো বাঘ। একটি পূর্ণ বয়স্ক বিড়াল আকৃতির এই বাঘ। আরও ৪ থেকে ৫টি বাঘ রয়েছে বলে জানান তিনি।
×