ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৬:১৫, ১৪ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম বিভাগীয়  কমিশনারকে  প্রত্যাহার  দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকা-ের ওপর বিধিনিষেধ আরোপে ক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা। প্রশাসনের এই কড়াকড়িতে বিক্ষুব্ধ শিল্পীরা শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখান থেকে তারা চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ‘একজন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের ইচ্ছায় চট্টগ্রামের ডিসি হিলে সংস্কৃতি চর্চা বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ান’ ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ গত ৩৯ বছর ধরে ডিসি হিলে বর্ষবরণ বিদায় অনুষ্ঠান করে আসছে। চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ এই ডিসি হিল, যা বর্ষবরণ উৎসবের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু গত বছরের মাঝামাঝি জেলা প্রশাসনের পক্ষ থেকে শব্দ দূষণ এবং পরিচ্ছন্নতার অভিযোগ এনে প্রতিবছর ডিসি হিলে বর্ষবরণ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী ছাড়া অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে আদেশ জারি করা হয়েছে। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, ডিসি হিলে মুক্তমঞ্চ করে দেয়া হয়েছে সংস্কৃতি কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করতে।
×