ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিক্সাচালকের সততা ॥ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন

প্রকাশিত: ০৬:১৫, ১৪ এপ্রিল ২০১৮

রিক্সাচালকের সততা ॥ কুড়িয়ে পাওয়া লাখ  টাকা ফেরত দিলেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে এক রিক্সাচালক কুড়িয়ে পাওয়া লাখ টাকা পুলিশের মাধ্যমে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে তিনি ওই টাকা ফিরিয়ে দেন। রিক্সাচালকের সততার কারণে টাকা ফেরত পাওয়ায় তাকে পনেরো হাজার টাকা পুরস্কৃত করা হয়। শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) হেলাল উদ্দিন জানান, শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের আব্দুল গফুর বাড়িতে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ভাড়া থাকেন ফিরোজ মিয়া (৩৭)। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের আব্দুল গফুর বাড়িতে ভাড়া থেকে কেওয়া-মাওনা সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা গ্রামের মাইপুকুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বাজার থেকে যাত্রীর উদ্দেশে অটোরিক্সা নিয়ে মাওনা চৌরাস্তা দিকে যাচ্ছিলেন। পথে মাওনা চৌরাস্তা সংলগ্ন সড়কের ওপর রাবার দিয়ে প্যাঁচানো অনেক টাকার একটি বান্ডিল দেখতে পান। আশপাশে কাউকে দেখতে না পেয়ে ওই টাকা কুড়িয়ে নেন। বান্ডিলে নিরানব্বইটি একহাজার ও দুইটি ৫শ’ টাকার নোটসহ মোট এক লাখ টাকা ছিল। পরে তিনি প্রকৃত মালিককে ফেরত দেয়ার উদ্দেশে পার্শ্ববর্তী মায়ের দোয়া টাইলস্ নামের এক দোকানের মালিক মজিবুর রহমানের কাছে টাকাগুলো গচ্ছিত রাখেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত মালিকের সন্ধান না পাওয়ায় টাকাগুলো নিয়ে শ্রীপুর মডেল থানায় জমা দেন তারা। এদিকে শ্রীপুরের বৈরাগীরচালা গ্রামের মান্নান শিকদার ব্যাংকের মাসিক কিস্তি পরিশোধ করার জন্য এক লাখ টাকা দিয়ে তার ভাতিজাকে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তা এলাকার এক্সিম ব্যাংকে পাঠান। পথে তার পকেট থেকে ওই টাকার বান্ডিল হারিয়ে যায়। টাকার সন্ধান না পেয়ে তিনি ওই থানায় যোগাযোগ করেন। পুলিশ মান্নান শিকদারকে থানায় ডেকে নেন। পরে যাচাই-বাছাই করে আব্দুল মান্নান শিকদারকে কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক হিসেবে চিহ্নিত করে টাকাগুলো তার হাতে তুলে দেয়। এ সময় মান্নান শিকদার রিক্সাচালকের সততার কারণে টাকা ফেরত পাওয়ায় ফিরোজ মিয়াকে ১৫ হাজার টাকা পুরস্কৃত করেন।
×