ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

প্রকাশিত: ০৬:১৫, ১৪ এপ্রিল ২০১৮

নীলফামারীতে ঝড়ে  অর্ধশতাধিক  ঘর বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় ঝড়ে পুটিমারী ইউনিয়নের ভেরভেরী মাঝপাড়া গ্রামের ২৮ পরিবারের অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ঝড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে দুই শতাধিক গাছপাড়া। এসময় ঘরের চাপায় ১০ ব্যক্তি আহত হলে এক শিশুসহ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার ওই গ্রামের মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ চারিদিক থেকে গভীর অন্ধকার হয়ে ঝড় নেমে আসে। কয়েক মিনিটের মধ্যে গ্রামের অর্ধশতাধিক টিনশেড ঘর বিধ্বস্ত হয়। এসময় ভেঙ্গে ও উপড়ে পড়েছে দুই শতাধিক গাছপালা। ঘরের চাপায় গ্রামের শিশুসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে আব্দুস সামাদ (৫৫) ও শিশু মাসুমা আক্তারকে (৫) কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিশোরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম জানান, ওই ঝড়ে গ্রামের ২৮ পরিবারের অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুরে এসব পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল ও দুই হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
×