ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় দুই শিশু নিহত

প্রকাশিত: ০৬:১৪, ১৪ এপ্রিল ২০১৮

মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় দুই শিশু  নিহত

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৩ এপ্রিল ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকার ধলিয়া দিঘি নামক স্থানে বালুভর্তি ড্রাম্প ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে চালকসহ আরও ৪ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে অটোরিক্সা করে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের একই পরিবারের ৫ সদস্য করেরহাটের দিকে দাওয়াতে যাচ্ছিল। এ সময় করেরহাট থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে আটকে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিক্সার যাত্রী নজরুল ইসলাম মতিন ও মুক্তা দম্পত্তির বড় ছেলে ঈশান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আহতরা হলেন নজরুল ইসলাম মতিন, মতিনের স্ত্রী মুক্তা (৩৩), মতিনের ভাবি সুরমা ও অজ্ঞাত অটোরিক্সা চালক। আমতলীতে ভারসাম্যহীন ব্যক্তি নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়া খানকার সামনে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক লোক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। ডোমারে আহত ১০ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ডোমার উপজেলায় ভাদুরিয়া ডাক্তার আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের তিন দিনের শিক্ষা সফরে আসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি-চিলাহাটি সড়কের আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি লবণবোঝাই ট্রাককে সাইড দিতে বাসটি খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হয়।
×