ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:১৩, ১৪ এপ্রিল ২০১৮

কুড়িগ্রামে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুর উপজেলার কোদালকাটিতে ১০ টাকার চাল খোলাবাজারে বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার ভোর সোয়া ৬টায় রৌমারী ও রাজিবপুর থানা পুলিশের যৌথ অভিযানে ওই ইউনিয়নের সাজাই সরকারপাড়া গ্রামে দুলালের ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র শাটারগান ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মেহেদুল করিম শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে আবুবকর সিদ্দিক বাদী হয়ে আটক ডিলার তোতা প্রামাণিকসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে মামলায় আসামি করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রাজিবপুর উপজেলার কোদালকাটিতে ১০ টাকার চাল খোলাবাজারে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডিলার তোতা প্রামাণিকের সঙ্গে ইউপি চেয়ারম্যান ও কোদালকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ছক্কুর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ডিলার তোতা প্রামাণিকের গুলিতে বিপ্লব রহমান ও মাহফুজুর রহমান নামে দুজন গুলিবিদ্ধ হয়।
×